একসময় আমার দারুন ঝোঁক ছিল ফটোগ্রাফীর উপর। ফটোতোলার নেশা এখন আর তেমন নেই বললেই চলে। কিন্তু নেশাটা হাত বদল করে এখন আমার বড় ছেলের হাতে। ওর তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। সে এখন লন্ডনে। সময় পেলেই বিভিন্ন জায়গা ঘুরে সে ছবি তুলছে।
১। এক্সপেরিমেন্টাল - ১: ওয়াটার ড্রপ

২। এক্সপেরিমেন্টাল - ২: ওয়াটার ট্যাব

৩। এক্সপেরিমেন্টাল - ৩: ট্রব্যল্ ওয়াটার

৪। এক্সপেরিমেন্টাল - ৪: ডেকোরেটেড আইসক্রীম

৫। লন্ডন জ্যু - ১: ফিশ ইন এ্যাকুরিয়াম

৬। লন্ডন জ্যু - ২: ফিশ ইন এ্যাকুরিয়াম

৭। লন্ডন জ্যু - ৩: স্নেক

৮। লন্ডন জ্যু - ৪: স্নেক

৯। ৭। লন্ডন জ্যু - ১: কাঠবিড়াল প্রজাতি

১০। লন্ডন জ্যু - ১: জিরাফ

সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০১০ বিকাল ৩:২৫