খেলা শেষ হবার কত দেরী পাঞ্জেরী ?
এখনো তোমার দর্শক ভরা মাঠে?
লুইজ দান্তেরা এখনো উঠেনি জেগে
তুমি গোলবারে, আমি মিস করি পাস ভুলে
বলের পিছনে মোরা মাথাকুটে মরি।
হাফ টাইম হবার কত দেরী পাঞ্জেরী ?
ছয় মিনিটে চার গোল খাবার শেষে
কোন রেকর্ডের দ্বারপ্রান্তে আমরা পড়েছি এসে
একী গোল খেয়ে বিশ্বকাপের বা'ব
তোলে ফাইনাল হারা ব্যথিত দিলের তুফান শ্রান্ত খাব
অস্ফুট হয়ে ক্রমে ডুবে যায় হেক্সার জয়ভেরী।
তুমি গ্যালারীতে, আমি গোল খাই ভুলে
বলের পিছনে আমরা ঘুরে ঘুরে মরি।
গোল শোধ করার কত দেরী পাঞ্জেরী?
গ্যালারীতে বসে ললনারা টাইম গোনে
বুঝি রোনালদোর কথায় মোদের হেক্সার ধ্বনি শোনে
বুঝি অবেলায় সাইডলাইনে রেফারীর ফ্ল্যাগ দেখে ।
আহা পেরেশান স্কলারীর দল
মাঠের কিনারে জাগে তকদিরে
নিরাশার ছবি একে।
গোল করা ছেড়ে বলের পিছনে ঘুরে
চলেছি কোথায় ? কোন সীমাহীন দুরে
তুমি গোলবারে, আমি মিস পাস দেই ভুলে
একাকী গোলের চেষ্টা হলেও করি।
খেলা শেষ হবার কত দেরী পাঞ্জেরী ?
শুধু মিস পাসে, শুধু ডিফেন্সের ভুলে
পাঁচটি গোলের দায় নিয়েছি তুলে
আমাদেরি ভুলে বিদায়ের দ্বারে সেলেসাওরা বসি
দেখেছে সভয়ে অস্ত গিয়েছে তাদের হেক্সা শশী
মোদের খেলার ধূলায় লুটায়ে পড়ি
কেটেছে তাদের দুর্ভাগ্যের বিশ্বকাপ দুটি
ফাজিলের দল মাঝে মোরা কনফেডারেশন কাপ জিতিয়েছি
ঘরে ঘরে উঠে হেক্সা ধ্বনি আওয়াজ শুনছি তারি
ওকি মারাকানার হাহাকার, -ওকি
রোনাজারি, বারবোসার !
ওকি গ্যালারির গর্জন, ওকি বেদনা সিজারের !
ওকি শোকাতুর কান্নায় ভাসে জার্মান জয়ভেরী।
পাঞ্জেরী।
জাগো ব্রাজিলে কৈফিয়তের তীব্র ভ্রূকুটি হেরি,
জাগো অগনন সাফল্য পিয়াসীর নীরব ভ্রূকুটি হেরি।
দেখ চেয়ে দেখ রাশিয়া যাবার কত দেরী কত দেরী!!
১. ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪৯ ০
শুধু ব্রাজিল কটাক্ষের নির্ভরতার চেয়ে সামগ্রিকতা আনলে এটা একটা দারুন ইউনিক জিনিষ হইতো।
তারপরও.. সেইরাম হইছে...
ওকি মেসির হাহাকার, -ওকি
রোনাজারি, সাবেলার !
ওকি গ্যালারির গর্জন, ওকি বেদনা ফার্নান্দেজের !
ওকি শোকাতুর কান্নার জলে ভাসে
জার্মান জয়ভেরী।
পাঞ্জেরী।
(সংশোধিত)