দুই শ' পঁচানব্বই
খোদার অশেষ দয়া, পৃথিবীটা রূপের বাজার!
আমি তো মজেছি একে, বাকি আছে হাজার হাজার।
দুই শ' ছিয়ানব্বই
চুলের সুবাস এলো, দুই চোখ পেয়ে গেলো ছুটি;
আমার কাহিনী জেনে কারা নাকি হেসে কুটিকুটি।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০২২ বিকাল ৪:০০