Click This Link
খাবারের সন্ধানে
কেএল শহরের মিনি ইতিহাস নাড়াচাড়া করে অবসর কাটলো। তারপর জানান দিলো পেট। শর্তানুসারে খাবারের আয়োজন করতে হবে আমাদের। ওরা দেবে ডলার থুড়ি রিঙ্গিত। ওদের ভাষায় রিঙ্গিত মালয়েশিয়া বা আরএম। সেটা পাবো পরে। আপাতত আপন পকেট ভরসা। সকালে চললো ম্যাগডোনালসে। শোয়েব আখতারের বলের গতিতে ছোটা ফাস্ট ফুডে আমাদের বাচ্চাকাচ্চাদের চললেও আমাদের চলে না। আমাদের পেট ভাতের কাঙ্গাল।
তাই আমাদের এলাকার হোটেলের সন্ধানে পথে নামলাম। এদিক সেদিক ঘুরে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। এর মালিক পাকিস্তানের বেলুচিস্তান থেকে এসেছেন। স্ত্রী মালয়ী। দোকানের আছে পাকিস্তানী আর মালয়ী কর্মী। শুরু করলাম চিকেন বিরানী দিয়ে। দাম নিলো প্রতি প্লেট ছয় রিঙ্গিত। খেতে গিয়ে ঠিক আমেজ পেলাম না। অতিরিক্ত মসলায় সয়লাব। তবে ঝাল কম।
এরপর আরো বেশ ক'বার সেখানে খেতে গেছি। বিশেষত: রাতের বেলা ডাল দিয়ে তন্দুরী বা চাপাতী খাবার জন্য। বড়ে গোলাম আলী খাঁর মতো গোঁফ আর ভূড়িওয়ালা এক লোক চাপাতী/তন্দুরী বানায়। তার ভাবসাব দেখে মজা পেতাম খুব। দু'দিন যাবার পরই আমাদের চিনে গিয়েছিলেন। ঢোকার মুখে লম্বা করে একটা সালাম দিতেন।
সেদিন রাতেও ওখানে খাবার সেরেছিলাম।
মাজু টাওয়ার
পরদিন সকাল ৯টায় হোটেলের সামনে থেকে আমাদের জন্য রাখা বাসে উঠলাম। টুরিস্ট কোম্পানী সিটা গ্লোবালের বাস। বেশ বিলাসবহুল। আমরা গেলাম মাজু জাংশান এর অংশ মাজু টাওয়ারে। সেখানেই হবে আমাদের ট্রেনিং। সেখানেই আছে পিএসডিসি'র অফিস। Professional Services Development Corporation Sdn Bhd. (PSDC)হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের মালিকানাধী পূর্ত মন্ত্রণালয়ের পরিচালনাধীন একটি কোম্পানী। এদের কাজ হলো বিশ্ববাজারে মালয়েশীয় পেশাজীবীদের প্রমোট করা। আমাদেরকেও সে কাজেই নিয়েছে।
মালয়েশিয়া বো'লে
প্রাথমিক পরিচিতির পর পিএসডিসির প্রেসিডেন্ট ইন্জিনিয়ার আহমেদ আসরি আবদুল হামিদ পৌনে এক ঘন্টার এক ভাষণ দিলেন। সেই ভাষনের মধ্যে মালয়েশিয়ার নাটকীয় উন্নতির মূল সূত্রের সন্ধান পেলাম। পুরো জাতি মাহাথির মোহাম্মদের সম্মোহনী নেতৃত্বের প্রতি অনুগত ছিলো। তাঁর দূরদৃষ্টিপূর্ণ সিদ্ধান্ত বিনা বাক্যব্যয়ে মেনে চলেছে মালয়েশিয়ার জনগণ। ইন্জিনিয়ার আসরির ভাষায়, ''তিনি বলতেন করো। আমরা করেছি।'' তিনি জানালেন সেই মহামন্ত্র যার যাদুতে তারা সবাই আচ্ছন্ন ছিলেন- ''মালয়েশিয়া বো'লে'' অর্থাৎ মালয়েশিয়া পারে। পৃথিবীর শ্রেষ্ঠ জাতি যা করতে পারে মালয়েশিয়াও তা করতে পারে এই আত্মবিশ্বাস আর মর্যাদাবোধ মাহাথির মোহাম্মদ সকলের অন্তরে ছড়িয়ে দিতে পেরেছিলেন। এই মহামন্ত্রে উজ্জীবিত হয়েই কাজ করে চলেছে মালয়েশিয়া।
(চলবে)
Click This Link
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৩০