জুলাই মাসের শুরুর দিকে বাংলাদেশের ছাত্রসমাজ সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থার বৈষম্যবিহীন সংস্কারের দাবীতে আন্দোলন শুরু করে এবং অচিরেই সে আন্দোলন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ১৬ জুলাই তারিখে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র নিরস্ত্র আবু সাঈদকে বিনা প্ররোচনায় মাত্র এক-দেড়শত গজ দূরত্ব থেকে পুলিশ সামনাসামনি বুকে পরপর তিন/চারটি গুলি করে হত্যা করে। এই দৃশ্যের ভিডিওচিত্র দেখে গোটা দেশ ক্ষোভে ও উষ্মায় স্তব্ধ, কিংকর্তব্যবিমূঢ় হয়ে যায় এবং এই বর্বরতার বিরুদ্ধে দেশের শাসক এবং ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে। বস্তুতঃ সেদিন থেকেই কোটা সংস্কার আন্দোলন পরোক্ষভাবে সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হয় এবং এ ডাকে ধীরে ধীরে আপামোর জনতা সাড়া দিতে শুরু করে। আন্দোলন যতই বেগবান হয়, শাসকের প্রতিক্রিয়াও ততই নির্মম হতে থাকে। এরূপ একটি অসহনীয় পরিস্থিতিতে মনের ভেতর তোলপাড় শুরু হয়। এই চাপা আবেগ থেকে কয়েকটি কবিতা লিখেছিলাম জুলাই মাসের শেষার্ধ থেকে অগাস্ট মাসের প্রথম কয়েকটি দিনে। এগুলোই আগামী কয়েকটি দিনে ব্লগে প্রকাশ করবো “জুলাই এর পংক্তিমালা” শিরোনামে, সিরিজ আকারে। আজ প্রকাশিত হলো সিরিজের প্রথম কবিতাটি, ‘অপেক্ষায়’ …..।
অপেক্ষায়…
ঘন অরণ্যে দিনের আলোতেও আঁধার পুরোপুরি তিরোহিত হয় না।
মনে হচ্ছে গত সাতটি দিন ধরে এমনই এক অরণ্যে হেঁটে চলেছি।
আলো নেই, শ্বাপদ সংকুল পরিবেশ। পাখির কাকলি নেই, আছে শুধু
শবের অপেক্ষায় বসে থাকা অলক্ষুনে এক শকুনির কর্ণভেদী ডাক।
এ অরণ্যের যেন শেষ নেই, পথ চলারও নেই। পথের ক্লান্তি শুধুই দেহের,
চোখে সে ক্লান্তি নিদ্রা নামাতে পারে না। তন্দ্রা কেবলই আসে আর যায়।
সন্ধ্যার বনে খুঁজে চলেছি প্রত্যুষের আলো। আরেকটি নতুন প্রভাতের।
আরেকটি অরুণোদয়ের, তরুণের রক্তে যে অরুণ রক্তিম। অপেক্ষায়…
২১ জুলাই ২০২৪
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৫৪