আমি আশ্রয়ের সন্ধানে ছিলাম,
আমি খাদ্যের অন্বেষণে ছিলাম।
জীবনের পথ ধরে
আমি একা একাই হাঁটছিলাম,
আমি অসুখী নই, এমন ছল করে!
হয়তো এটা নিয়তি-নির্দিষ্টই ছিল,
কিংবা সময়ের দুই মাত্রার সংঘাত-
তুমি আমায় খুঁজে পেয়েছিলে,
আমার অভ্যন্তরে সাম্রাজ্য বিস্তার করেছিলে,
তার পর রানীর মত সে রাজ্য শাসন করেছিলে।
কিভাবে হাঁটতে হয়, কিংবা না হয়,
তুমি আমায় তা শিখিয়েছিলে।
কানে কানে বলেছিলে, অচেনা লোকের মত হাঁটো,
অপরিচিতের মত হাঁটো, যেন কেউ তোমায় চিনতে না পারে,
আগন্তুকের মত হাঁটো, যেন অপর আগন্তুক তোমায় চিনতে পারে!
মূলঃ জাহিদ অনিক (ইংরেজীতে, “Walk”)
অনুবাদঃ খায়রুল আহসান
ঢাকা
১৭ ডিসেম্বর ২০১৯
পাঠকের জ্ঞাতার্থেঃ মূল ইংরেজী কবিতাটি দেখতে পাবেন এখানে
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৩০