মানুষের মন, নিত্য অপরাধপ্রবণ
পাপ পানে ছুটে চলে যখন তখন।
মনের লাগাম ধরা বিবেকের হাতে
বিশ্বাসীরা ফিরে আসে তার কশাঘাতে।
ইবলিশ বসত গড়ে মানুষের মনে
ইশারায় ডাকে তারে শুধু ক্ষণে ক্ষণে।
যেই না বিবেক তার ঘুমিয়ে পড়ে,
ইবলিশ তখনই এসে হাতটি ধরে।
ইন্ধন জোগায় তারে নানা প্রলোভনে,
মনের গহীনে ঢুকে অতি সন্তর্পণে।
বিবেক জাগ্রত হয়ে তখনি তখনি,
মানুষের বুকে তুলে ফিরিবার ধ্বনি।
উত্তমেরা সাড়া দেয় সেই ইশারায়,
অধমেরা সেই ডাক শুনতে না পায়।
এভাবেই কেউ বাঁচে কেউ ডুবে যায়
আকন্ঠ নিমজ্জিত হয়ে পঙ্কিলতায়।
(গতকাল শুক্রবার জুম্মার নামাজে ইমাম সাহেবের খুৎবা শুনে কথাগুলো মনে আসে।)
ঢাকা
০২ নভেম্বর ২০১৯