এখন আমি পিঁপড়েদের আনমনে পথ চলা দেখি,
জগৎ সংসারের আর কোন চলাচল আমি দেখিনা।
এখন আমি শুধু পিঁপড়েদের পদশব্দ শুনতে পাই।
জগৎ সংসারের আর কোন শব্দ আমি শুনিনা।
পিঁপড়েরা সব সারি বেঁধে যায়, সারি বেঁধে আসে,
মাঝে যদি উল্টো পথে দেখা হয় কারো সাথে,
ঝটপট জরুরী কিছু কথা চটজলদি সেরে নেয়,
তারপর আবার একান্তে পথ চলা শুরু করে দেয়।
পিঁপড়েদের মত এত অধ্যবসায়ী আর কেউ নেই,
পিঁপড়েদের মত এত শক্তিশালী আর কেউ নেই।
ওরা নিঃশব্দে পথ চলে, আর খুব কম কথা বলে।
স্ব-ওজনের বিশ গুণ বোঝা ওরা বয়ে নিয়ে চলে।
ওরা গোপন হানায় পারদর্শী, বিষাক্ত কামড়ে দক্ষ।
ওদের দুর্বার আঘাতে তছনছ হয় সবল প্রতিপক্ষ।
এখন প্রয়োজন অধ্যবসায়ী পিঁপড়ের খোঁজ করা,
তাদের মত সমবেত হয়ে লক্ষ্যে এগিয়ে যাওয়া।
ঢাকা
১৫ অক্টোবর ২০১৫
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:১৬