গ্লোব বায়োটেক ভ্যাকসিন আমি নিতে চাই না । এই ভ্যাকসিন যদি পৃথিবীর শ্রেষ্ঠও হয়, যদি বলে এটা নিলে তুমি ৫০০ বছর বেচে থাকবে তাও নিবো না। কারন বলছি তাদের প্রতি এত বিরূপ হোলাম কেন ?
সেদিন টিভিতে (কোন টিভি মনে নাই) গ্লোব ভ্যাকসিন কোন পর্যায়ে আছে তার একটি প্রতিবেদন দেখাচ্ছিল । সেখানে এক ভদ্রলোক অর্থাৎ এক গবেষক ডান হাতে একটি সাদা ইদুর চেপে ধরে বা হাতে একটি ইনজেকশনের সিরিঞ্জ নিয়ে দাঁড়িয়ে আছে । উনি টিভির সাংবাদিকের সাথে হেসে হেসে কথা বলছেন আর একটু পরে পরেই ইদুরটির গায়ে সেই লম্বা সুইটি অযথাই ফোটাচ্ছে আর বের করে আনছে । আমি লোকটার কথা শুনবো কি আমি তাকিয়ে ছিলাম তার হাতে চেপে ধরা ইদুরটির যন্ত্রনাক্লিষ্ট মুখ আর ভীত চোখের দিকে ।
আমি জানি এই সব গবেষনায় ইদুর খরগোস বানর শিম্পাঞ্জী ছাড়াও মানুষ পর্যন্ত ব্যাবহার করা হয়। তা হয় ল্যাবের ভেতর গোপনে । কিন্ত এমন প্রকাশ্যে এই ধরনের অপ্রয়োজনীয় নির্দয় আচরণ প্রদর্শন কতটা যুক্তিযুক্ত আমি ভেবে পেলাম না । এসব কি প্রকাশ্যে এভাবে প্রচারিত হয় ?
বুঝলাম ঈদুর একটি খারাপ ও দুষ্ট প্রানী, তারা আমাদের শস্য খেয়ে শেষ করে, কাপড় চোপড় কেটে কুটি কুটি করে , বিরক্ত হয়ে নিজেরাও অনেক সময় ইদুর মারি । কিন্ত এভাবে প্রকাশ্যে নির্মমতার আমি বিরুদ্ধে সে যেই হোক ।
ছবি নেট
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৩:১৭