কান্দে হাসন রাজার মন মনিয়ারে
আজ থেকে বহু বছর আগে সুনামগঞ্জের সুরমা নদীর পারে বাস করা এক প্রতাপশালী দাপুটে জমিদার বৈরাগ্য সাধনে মুক্তির পথ বেছে নিয়েছিলেন । কিন্ত সেই ব্যাক্তিটি কে ? আমার মনে হয় এর উত্তর আমরা অনেকেই জানি। তারপর ও বলি সেই ব্যাক্তিটি ছিলেন অহিদুর রেজা যিনি দেওয়ান হাসন রাজা নামেই সবার কাছে সমাধিক পরিচিত ।
হাসন রাজার বংশ তালিকা
বাংলাদেশে দর্শনচেতনার সাথে সঙ্গীতের এক অসামান্য সংযোগ সৃষ্টিকারী এই মরমী সাধক ১৮৫৪ সালের ২১ শে ডিসেম্বর সুনামগঞ্জের সুরমা নদীর পাড়ে লক্ষনশ্রী পরগনার তেঘরিয়া গ্রামে জন্মগ্রহন করেন।
তৈলচিত্রে হাসন রাজা
এক সময়ের দোর্দন্ড প্রতাপশালী, প্রজাদের উপর বিনা কারনে অত্যাচারী এবং ভোগ বিলাসে মত্ত জমিদার হাসন রাজার এক আধ্যাত্নিক স্বপ্ন-দর্শণে আমুল পাল্টে গেল তার জীবন দর্শন । মন হয়ে উঠলো তার প্রিয় হাওড় হাকালুকির মত প্রসারিত। বিলাস প্রিয় জীবন ছেড়ে দিলেন, সেই সাথে ছাড়লেন জমকালো পোশাক পড়া। চরিত্রে এলো এক সৌম্যভাব। জীবনের যত ভুল ত্রুটি সব শুধরাতে শুরু করলেন একে একে।
যাদুঘরের প্রবেশপথ
শুধু বাইরের জগতেই নয়, তার অন্তর্জগতেও এলো বিরাট পরিবর্তন। অর্থ সম্পদ ছাড়াও তার অগাধ ভূসম্পত্তির প্রতিও নিরাসক্ত হয়ে উঠলেন। তাঁর মনের মধ্যে এলো এক ধরনের উদাসীনতা, যাকে বলা যায় বৈরাগ্য। সাধারণ মানুষের খোঁজ-খবর নেয়া হয়ে উঠলো তাঁর প্রতিদিনের কাজ। আর সকল কাজের উপর ছিল তার নিজস্ব রীতিতে আধ্যাতিক গান কবিতা এসব লেখা।
কি ঘর বানিয়েছেন উনি শুন্যের মাঝার, লোকে বলে, বলেরে ঘর বাড়ী ভালো নয় আমার। সত্যি কি তাই! ঐ অঞ্চলের প্রতাপশালী জমিদার দেওয়ান আলী রাজা চৌধুরীর সন্তান বিশাল ভুসম্পত্তির অধিকারী হাসন রাজার বাড়ি কি সত্যি ভালো নয় ! সুনামগঞ্জ বেড়াতে এসে মনে হলো এই বিখ্যাত সাধক কবি হাসন রাজার বাড়িটি দেখে না গেলে এখানে আসাটাই বৃথা হবে।
আসুন আমাদের সাথে আপনারাও দেখে নিন হাসন রাজার বাড়ী যা বর্তমানে একটি মিউজিয়াম বানানোর চেষ্টা করেছেন।
হাসন রাজার বাড়িটির বর্তমান চেহারা
গ্রীলের সাথে লাগানো নিয়মাবলী
মিউজিয়ামের ভেতর
হাসন রাজার ভেলভেটের পোশাক
হাসন রাজা ও তার স্ত্রীর ব্যাবহৃত খড়ম
সিলেট অঞ্চলের মানুষ প্রচন্ড পান ভক্ত, হাসন রাজাও ব্যতিক্রম নন । তারই নিদর্শন তাঁর ব্যবহার করা এই পিকদানী
হাসন রাজার ব্যবহার করা ঘি এর কলস
এই কলসে হাসান রাজা কাঁচা পয়সা রাখতেন এবং এখান থেকে পয়সা নিয়ে তিনি তাঁর প্রজাদের মাঝে মুঠি মুঠি বিলিয়ে দিতেন
হাসন রাজার ব্যবহৃত কলস
রান্নাঘরে ব্যবহৃত তামার হাড়ি
হাসন রাজার বাসায় ব্যবহৃত কাসা পিতলের আগরদানী, গ্লাস
মরমী গায়ক হাসন রাজার রেডিও
কাঠে তৈরী রেডিওর ঢাকনা
হাসন রাজার ব্যবহৃত বাদ্যযন্ত্র
হাসন রাজার সহস্তে লেখা গানের খাতা
হাসন রাজার ব্যবহৃত সাদামাটা কাঠের চেয়ার
হাসন রাজার জমিদারীর নথি পত্র
হাসন রাজার মৌজা ম্যাপ রাখার বাক্স
হাসন রাজার চার পুত্রের ছবি
মিউজিয়ামের পুরনো দরজা
মরমী সাধক গায়কের গানের ভক্ত কিছু দর্শক
। নিজেই লিখেছিলেন -----
লোকে বলে বলেরে, ঘর বাড়ী ভালা নায় আমার
কি ঘর বানাইমু আমি, শূন্যের-ই মাঝার
ভালা করি ঘর বানাইয়া, কয় দিন থাকমু আর
আয়না দিয়া চাইয়া দেখি, পাকনা চুল আমার।
এই হলো জমিদার হাসন রাজার বর্তমান ঘর বাড়ী যাতে প্রবল দৈন্যতা আর জীর্নতার ছাপ প্রকট । অন্য কোন দেশ হলে এই ঐতিহ্যকেই কত শিল্পিত ভাবে তুলে ধরতো দর্শকদের সামনে।
এই ছবিগুলো সব সুনামগঞ্জের লক্ষনশ্রী গ্রামের হাসন রাজার মিউজিয়াম থেকে আমাদের তোলা । এখানে সিলেট শহরের হাসন রাজা মিউজিয়ামের কোন ছবি নেই ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ সকাল ১০:৩৬