কাওয়াই নদীর উপর সেই বিখ্যাত ব্রীজ, কাঞ্চনাবুরি, থাইল্যান্ড
আজ ব্লগে আমার চার বছর পুর্ন হবে। কি করে দেখতে দেখতে এতটা দিন কেটে গেল। অধৈর্য্য আমি কি করে চার বছর সামুর সাথে ওতপ্রোত ভাবে জড়িয়ে রইলাম ভাবতেও অবাক হই।সামহোয়্যার ইন ব্লগের সবার সহযোগিতায় এই সুদীর্ঘ বন্ধুর পথ অতিক্রম করা সম্ভব হয়েছে বলেই আমি মনে করি।আলাদা করে আর কারো নাম উল্লেখ করলাম না।
ব্রীজ পেরিয়ে রেল লাইন সোজা চলে গেছে বার্মার বর্ডারের পানে। ২য় মহাযুদ্ধে যুদ্ধরত অক্ষ সেনাদের রসদ পৌছে দেবে বলে জাপানী সৈন্যরা মিত্র বাহিনীর বন্দী সৈনিকদের দিয়ে নিষ্ঠুর শ্রমের মাধ্যমে বানিয়ে নিয়েছিল এই ঐতিহাসিক ব্রীজ। কাঞ্চনাবুরি, থাইল্যান্ড
অসম্ভব জটিল একটা যন্ত্র এই কম্পিউটার আমি মোটামুটি আমার স্বামী ছাড়াও আমার ছেলের সহযোগিতায় কিছুটা চিনতে সক্ষম হই।
আজ এই ছবি ব্লগটি আমার দূরে থাকা ছেলেকে উৎসর্গ করছি তারই তোলা বিভিন্ন জায়গার অসংখ্য ছবি থেকে মাত্র কয়েকটা নিয়ে।
বিজয় দিবসের রাতে কক্সবাজারের পর্যটক শুন্য হোটেল সেজেগুজে আছে কিসের আশায় কে জানে ?
সকাল বেলা কক্সবাজার সাগর সৈকতে জেলের দল
কক্সবাজার সৈকতে লোক নেই তাই পরে আছে ঝিনুক
হোটেল সী-গাল থেকে বীচে যাবার জনশুন্য কুঞ্জ পথ
সমুদ্র সৈকত, কক্সবাজার
প্রকৃতি নির্মিত,পাথরের ভাস্কর্য্য, কক্সবাজার ইনানী সৈকত
সৈনিকদের বানানো রাস্তায় ধুলো বালি মাখা দুটো স্থানীয় ছেলে মেয়ে, ইনানী বীচ, কক্সবাজার
সৈকতে সুর্যাস্তের প্রতিচ্ছবি , কক্সবাজার
জমিদার বাড়ীর জেনানা মহল। বালিয়াটি
এক ধাতু শিল্পীর বাসায় এক কোনে সযতনে রাখা কিছু অর্ধ নির্মিত কাঁসা পিতলের শোপিস, ধামরাই
লালবাগ কেল্লার একাংশ
লালবাগ কেল্লা, সাদা কালোয়
আলো ঝলমল হোটেলের আয়নায় আমার ছেলের নিজস্ব প্রতিবিম্ব, সিঙ্গাপুর
কাওয়াই নদীর উপর পর্যটকবাহী ট্রেন থেকে তোলা, থাইল্যান্ড
দোকানে সাজানো জুতোর সারি, ব্যাংকক
আন্দামান সাগরের ফি-ফি দ্বীপে নৌকার সারি, ফুকেট, থাইল্যান্ড
গেন্টিং হাইল্যান্ডে কুয়াশায় ঘেরা ফাষ্ট হোটেল মালয়েশিয়া
কাচের ঘরের ভেতর টেরাকোটা ঘোড়ার রথ। শিয়ান, চীন
পুতির মালা, কানের দুল হলে কি হবে ! দাম কিন্ত আকাশ ছোঁয়া, ভুটান
সারি সারি মুখোশ আকাশচুম্বি দাম নিয়ে সেজে আছে, ভুটান
ভুটানে পাহাড়ের গায়ে ঝুলে থাকা থাকসাং মনেস্ট্রি, আমি উঠিনি। ওরা বাবা ছেলে অর্ধেক পর্যন্ত উঠেছিল
সৌন্দর্য্যপ্রিয় জাতি জাপানীরা সুনামী থেকে রক্ষা পাওয়ার বাধঁটাও কি নান্দনিক সৌন্দর্য্যে নির্মান করেছে। সেন্ডাই, জাপান।
জেলে নৌকা তৈরী হচ্ছে সেন্ট মার্টিন সাগর সৈকতে
পর্যটকের রসনা তৃপ্তিতে বিলীন হয়ে যাচ্ছে অপরূপ এই চিংড়ী মাছ। সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ
সুন্দরবনের দুবলার চরে একাকী বালিকা চেয়ে আছে দিগন্তের পানে
দেখছে সুন্দরবনের নির্মম ভবিষ্যত
প্রকৃতিও রুষ্ট হয়ে উঠেছে মানুষের প্রতি । ঝড়ের আঘাতে ভেঙ্গে যাওয়া এক গাছের কান্ড যেন হাত বাড়িয়ে বলতে চাইছে,
"STOP"
আর নয়, এবার সুন্দরবনকে বাঁচতে দাও
ছবিগুলো সব আমার ছেলের তোলা