মার্চ ২০২৪ সালে আমাদের প্রিয় সামু ব্লগে ভিজিটর সংখ্যা কত ছিল? জানতে হলে চোখ রাখুন-
গত ৬ মাসের মধ্যে সবচেয়ে বেশি ভিউ ছিল জানুয়ারি মাসে। ওই মাসে সর্বমোট ভিজিট ছিল ১৬ লাখের (১.৬৪মিলিয়ন) কিছু বেশি। ইক্সাক্ট না্ম্বারটি হচ্ছে- ১৬,৩৬,৬৮৭।
এর পর থেকেই প্রতি মাসে ভিজিটর তথা ভিউজ কমেছে আশঙ্কাজনক হারে। ফেব্রুয়ারি মাসে ভিউজ সংখ্যা প্রায় ৬ লাখ কমে যায়। ফেব্রুয়ারি মাসে সর্বমোট ভিউজ ছিল- ১০,৩৭,৫৮১ টি। এরই ধারাবাহিকতায় মার্চ মাসেও ভিউজ কমতে থাকে।
মার্চ মাসে সর্বমোট ভিজিট সংখ্যা ছিল- ৯,১১,৩৭৫ টি।
এই নম্বরটি কি আপনার জানা ছিল আগে? বা অনুমান?
আচ্ছা, চলুন- আমাদের প্রিয় সামু-র ভিজিটরদের সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নেই।
তথ্য যাচাই করে জানা যায় যে, আমাদের ভিজিটরেরা মানে আমরা প্রতি বার ব্লগ এসে গড়ে ২.১৫ টি পেজ/ ব্লগ পড়ি! সময়ের হিসেবে যা- ১৮ মিনিট ৪ সেকেন্ড প্রতিবার!! খারাপ না কিন্তু, কি বলেন?
বাহ!
আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে- এই যে এত এত ভিজিটর আসছে, লিখছে, পড়ছে তারা কে কোন দেশ থেকে আসে তা কি জানা সম্ভব?
হ্যাঁ, সম্ভব। তাহলে চলুন জেনে নিই সেই টপ ৫টি দেশের নাম, যেখান থেকে আমরা সবচেয়ে বেশি ভিজিটর পেয়ে থাকি।
এই লিস্টে সবার প্রথমেই কোন নামটি থাকবে তা আমরা সবাই জানি। আর হ্যাঁ, দেশটি হচ্ছে- বাংলাদেশ। গত মাসের (মার্চ ২০২৪) মোচ ৯,১১,৩৭৫ ভিজিটরের মধ্যে ৬৬.৮ ভাগ ভিজিটর-ই এসেছে বাংলাদেশ থেকে। সংখ্যায় নম্বরটি হচ্ছে- ৬,০৮,৮১০ জন।
এরপর দ্বিতীয় অবস্থান্ই রয়েছে- ভারত। দেড় লাখেরও অধিক ভিজিটর এসেছে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। যা মোট ভিজিটরের ১৭.০৪%। এবং সংখ্যায় - ১,৫৫,৩১০ জন ভিজিটর।
এর পরের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে - আমেরিকা, আরব আমিরাত এবং মালেয়শিয়া। মোট ভিজিটরের মধ্যে আমেরিকা থেকে এসেছে- ৫.৪৪ ভাগ, আরব আমিরাত থেকে এসেছে- ৪.৯৩ ভাগ এবং মালেয়শিয়া থেকে- ১.৭১ ভাগ। সংখ্যায় যা যথাক্রমে ৪৯,৫৯০, ৪৪,৯১০ এবং ১৫,৬৩০।
এদের মধ্যে আপনি পড়ছেন কোন দেশ থেকে? কমেন্ট জানাতে পারেন।
উউউহুউ..... সামুর ভিজিটর দের সম্পর্কে তো অনেক কিছুই জানা হলো। কিন্তু আপনি কি জানেন, এই এত এত লোক গুলি সামু-তে আসে কীভাবে? চলুন, আমরা সেটাও জেনে নিই।
আমরা ইত্যিমধ্যে সবাই জেনে গিয়েছি যে, মার্চ ২০২৪ মাসে সামুর মোট ভিজিটর ছিল - ৯,১১,৩৭৫ জন। এদের মধ্যে আসলে বেশির ভাগ লোক-ই তাদের ব্রাউজারে সরাসরি সামুর- URL টাইপ করে অথবা বুকমার্কে সেভ থাকা লিংকে ক্লিক করে ব্লগ পড়তে আসেন। শতকরা হিসেবে যা- ৫৮.০৫ শতাংশ (৫,২৯,০৫৩ জন)।
Google এর সার্চ ইঞ্জিন থেকে বিভিন্ন বিভিন্ন কিছু সার্চ করে খুজতে এসে তার উত্তর পেতে আমাদের সামু-তে যারা আসেন তারাই হচেছ আমাদের মোট ভিজিটেরর ৩৫.৩১ শতাংশ (৩,২১,৮০৭ জন)।
এরপর আমাদের দেশের সর্বাধিক পঠিত অনলাইন নিউজ পোর্টাল প্রথম আলো থেকে আসে প্রায় ১২,০৩০ জন (১.৩২%)!
ছবি ও তথ্য সূত্রঃ https://www.semrush.com/
See Full Data
Disclaimer: All data provided here are estimated, not 100% correct.
Read our Product reviews on hair removal at Hair Free Human
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০২৪ বিকাল ৩:৫৯