খ্রিং খ্রাং, কাখ্যাঙ মল, ঝুড়া খাড়ু, ঠেঙ্গঁ খাড়ু, ঠেঙ্গঁত খাড়ু, শালদা ফুল, কুচি লাপাইন, ওয়াখা, লাকু ফু, ছোড়না থোকা, ঘেচানেরটি, হারহারা, বইলা, পাগড়া, পাইড়ি, রিবাক, উরিবা, বাগমঞ্জুরি, খ্যাং, পাঙ্খে......।
না না.। আপনি ভুল ভাবছেন। এটা কোন মন্ত্র নয়। আমি এখন আপনাদের যেখানে নিয়ে যাচ্ছি তার HOME PAGEএ ছড়িয়ে থাকা টুলসবার এগুলি । না, আসলে টুলস বার টাইপোও কিছু না। আমাদের উপজাতীদের ব্যবহৃত সব অলংকারের নামের একাংশ! এরকম সব মজার মজার নাম যে অলংকারের তা সত্যিকারে দেখতে না জানি কতই আকর্ষনীয়!!
সেই খোজেই বের হলাম। দেশের একমাত্র জাতিতাত্ত্বিক জাদুঘরের দিকে।
♣চিটাগাং > আগ্রাবাদ > জাতি-তাত্বিক জাদুঘড়!
এতসহজে পৌঁছে যাবো কল্পনাও করিনি। আগ্রাবাদ নেমে গুগল ম্যাপের নির্দেশনায় পূর্বদিকে চলে যাওয়া প্রশস্ত রাস্তটিতে বড়জোড় দেড় মিনিট হেটেছি! কাঙ্খিত বস্তুকনার(!) দর্শন পেয়ে মনটা নাচন দিয়ে উঠল। তিন বন্ধু মিলে গিয়েছিলাম। ২০ টাকা করে তিনটা টিকিট নিলাম। তারপর......
♠ প্রথমেই যে গ্যালারি (এটাকে আমি নাম দিয়েছি হোম পেজ!) সেখানেই পেয়ে গেলাম অলংকারের বাহার।এ এক অলংকারের রাজ্য!
আরো কত শত!
♠গ্যালারি নাম্বার ওয়ান
বেঙ্গল টাইগার প্রথমেই!
মূলত গ্রামবাংলা নানা ঐতিয্য তুলে ধরা হয়েছে এখানে।
এখান থেকে আরো ...
একতলা ভবন বিশিষ্ট এই জাদুঘর সার্কেলের মাধ্যমে আপনাকে ঘুড়িয়ে আনবে সবটুকু। আপনি ঢুকে যাবেন মনিপুরিদের রাস নৃত্যে, মুরং কিংবা হদি দের বাশের শিল্পের জগতে! খাসিয়াদের গ্রাম্য জীবন আপনাকে টেনে নিয়ে যাবে অজানা কোথাও। স্মৃতিতে মোড়ানে এই জাদুঘড় কতগুলো পরিবেশের সাথে এত অল্পসময়ে পরিচয় করিয়ে দিল আমাকে আমি অবাক হয়ে গেলাম!
১। মনিপুরী
ছবিঃ মনিপুরীদের রাস নৃত্য।
২। বম
ছবিঃ বম দম্পতী।
ছবিঃ বমদের ব্যবহৃত কিছু বাদ্যযন্ত্র।
৩। চাক
ছবিঃ চাকদের জীবন যাপন। চাক গ্যালারী!
৪। হাজং
ছবিঃ হাজংদের ব্যবহিত অস্ত্র-সস্ত্র।
সাওতাল, মারমা, মুরং, হদি, খাসিয়া, ওরাঁও দের জীবনধারা কেমন ছিল! কেমন পোশাক-ই বা পরতো ওরা।আপনার কৌতহল নিবারণে বেশি দেরি না করাই ভাল!
হাসি-হার, কঙ্গন-বালা, দাস্তিয়া - হাতবালা, সাঙ্গা- হাতবালা, ঝুমক -ঝুমকা, পট্টি টিকলি!
এই বিখ্যাত অলংকার গুলির নাম শুনেনি এমন কেউ নেই। দেখেছেন কি!!
না? জানতাম। এবার তাহলে দেখবেন নিশ্চয়
ছবি সংগ্রহঃ আমিই অপরাধ করেছি!
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৮ সন্ধ্যা ৬:৩২