ছালাম: চৌধুরী সাহেব,সুমনের ছেলে সোহান এবার প্রাইমারী বৃত্তি পেয়েছে।
চৌধুরী সাহেব : ধুর ,তাতে কি হয়েছে ? ওটা হটাৎ হয়ে গিয়েছে। দেখবা ক্লাস এইটে সোহাইন্যা ফেল মারবে।
ছালাম : চৌধুরী সাহেব, সোহান তো জুনিয়র বৃত্তিও পাইল !!
চৌধুরী সাহেব : ধুর ,তাতে কি হয়েছে ? সোহাইন্যা এসএসসি পাশ করতে পারবে না।
ছালাম : চৌধুরী সাহেব, সোহান তো এসএসসিতে গোল্ডেন এ+ পাইছে !!
চৌধুরী সাহেব :

ছালাম : চৌধুরী সাহেব, সোহান তো এইচএসসিতে এ+ পাইছে !
চৌধুরী সাহেব :


এবং তারপর
এবং তারপর
ছালাম : চৌধুরী সাহেব, সোহান তো বিসিএস ক্যাডার সার্ভিসে চান্স পাইয়া গেল।
চৌধুরী সাহেব :



চলছে এভাবে বছরের পর বছর ..........
ছালাম : চৌধুরী সাহেব, সোহান তো সচিব হয়ে গেল আজ , মিষ্টি খেয়ে আসলাম সুমন সাহেবের বাড়ী থেকে ।
চৌধুরী সাহেব :










সব কিছুর জবাব দিলাম।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১২ সকাল ১০:৩১