আজ ১৭ই আগষ্ট সাহোয়ারইন ব্লগের অনেক ব্লগারের জন্মদিন। আমি এমনটা আর দেখিনি। একদিনে এতজন ব্লগারের জন্মদিন পালন। সামুতে তো আজ উৎসব। এই তারিখে জন্মগ্রহনকারী ব্লগারগনই সামুতে বেশি মনে হচ্ছে । আজ যাদের জন্মদিন
নাফিস ইফতেখার : এই ব্লগারের অবস্থান সম্পর্কে বলা যায়, উনি সামুর সবচেয়ে হিট ব্লগার। এতেই ওনার মান সম্পর্কে ধারনা পাওয়া যাবে। আমার সামুতে চলে আসার প্রধান কারন : ওনার বিভিন্ন পোষ্ট । একবার দেখা হবার সৌভাগ্য হয়েছিল আমার সানহোয়ারইন আয়োজিত ব্লগ দিবসে। বর্তমানে সামুতে সময় কম দিয়ে বঞ্চিত করছেন আমাদের
শুভ জন্মদিন ব্লগার নাফিস ইফতেখার।
শায়মা : বর্তমানে সম্ভবত সবচেয়ে জনপ্রিয় ব্লগার মনে হয় উনি। পোষ্ট দেবার সাথে সাথে হিট। ওনার বর্ষপুর্তি পোষ্টে আমার মত সামন্য এক ব্লগারের নাম আছে দেখে খুসি হয়েছিলাম খুব।
শুভ জন্মদিন ব্লগার শায়মা।
অপ্সরা : আগে পড়তাম ওনার ব্লগ। তবে কখনো মন্তব্য করেছি বলে মনে হয়না আমার। এখন আর পোষ্ট দেন না কোন। পুরান পোষ্ট দেখে বুঝা যায় , বেশ জনপ্রিয় ব্লগার ছিলেন উনি।
শুভ জন্মদিন ব্লগার অপ্সরা।
একরামুল হক শামীম : ৫ বছরের অধিক সময় ধরে সামহোয়ারইন ব্লগে আছেন। দেখা হয়েছে একবার। তবে আলাপ হয়নি বেশি। এই ব্লগার মনে হয় জানেনই না যে, আমি ওনার লেখাগুলোর বেশ গুনমুগ্ধ একজন পাঠক।
অনুরোধ করবো সামুর জন্য যেন ওনার সময় একটু বাড়িয়ে দেন।
শুভ জন্মদিন ব্লগার একরামুল হক শামীম।
ব্যাকটেরিয়া : নিকটা বেশ আকর্ষনীয়। ওনার ব্লগও কখনো দেখা হয়নি। ওনাকেও জন্মদিনের শুভেচ্ছা।
শুভ জন্মদিন ব্লগার ব্যাকটেরিয়া।
মিথিলা সায়মা আজ একটু আগে জানলাম ওনারও আজকে জন্মদিন। ওনার ব্লগ পরেছি। বেশ ভালো লিখেন উনি। নতুন ব্লগার হিসেবে বেশ ভালো। মানসিক ভারসাম্যহীন একটি শিশুর উপরে তার বাবা ময়ের অত্যাচার নিয়ে মিথিলার লেখাটি আমার মনে ভীষন ভাবে দাগ কেটেছিল।
শুভ জন্মদিন ব্লগার মিথিলা শায়মা
লাল চাঁন : আজকেই জানলাম এই ব্লগারের জন্মদিন। আসলে বিশাল সামুর অনেক ব্লগারেরই হয়ত আজকে জন্মদিন। সবার কথাতো আমি জানিও না। যাদের কথা জেনেছি- তাদেরকে এখানে শুভেচ্ছা জানিয়েছি।
শুভ জন্মদিন ব্লগার লাল চাঁন
শিবলী রহমান : কখনো পড়িনি ওনার ব্লগ। সামুর ব্লগার হিসেবেই ওনাকেও এই পোষ্টে শুভেচ্ছা জানালাম।
শুভ জন্মদিন ব্লগার শিবলী রহমান।
সাগর ঢাকা : এই ব্লগারের কোন পোষ্ট পড়েছি কিনা মনে নেই আমার। এখন থেকে পড়ার চেষ্টা করবো। জন্মদিনের শুভেচ্ছা ওনাকেও।
শুভ জন্মদিন ব্লগার সাগর ঢাকা।
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০১১ রাত ৮:৫২