বাবার প্রতি কবিতা
- জসিম উদ্দিন জয়
পূর্বে উঠে রবি পশ্চিমে ডুবে যায়
উঠে চাঁদ আকাশে পৃথিবীর মায়ায়,
বেঁচে আছি সুখে আছি যার ছায়ায়
বাবা, কতদিন দেখি না তোমায়।
মেঘগুলো উড়ে সীমানা ঘিরে
সন্ধ্যের পাখিরা নীড়ে যায় ফিরে,
হারায় স্বপ্নের ভিড়ে যাকে ঘিরে
বাবা, তুমি আজ কেন এত দূরে।
আসমান জুড়ে মেঘের ডাকে
যেথায় পাখি উড়ে ঝাঁকে ঝাঁকে,
খুঁজি যাকে কাজের ফাঁকে ফাঁকে
জানিনা বাবা, আজ কোথায় থাকে।
রাতের শেষে দিন আসে
ভোরের আলোয় সূর্য হাসে।
হঠাৎ বৃষ্টি টাপুর টুপুর
ঘাটে একলা মেঘলা দুপুর।
চোখের জলে ভাসছে পুকুর
বাবাটা, আজ কোন সূদুর ?
বর্ণালি ক্ষেতে সেনালি ধান
যেথায় বসন্তের পাখি গায় গান।
আসমানের রবি আজ মেঘের ছায়ায়
অনেক বড় হবি বলেছিলে আমায়,
বাবা, কতদিন দেখি না তোমায়।
সর্বশেষ এডিট : ২২ শে মার্চ, ২০২৩ রাত ১:০৯