"তোমাকে ছাড়া বাঁঁচব না"-ও বলছিল।
আজ দশ বছর কেটে গেছে, আমরা দুজনেই বেচে আছি।
ও মা হয়ে, আমি মামা হয়ে!!!
গল্পঃ বেঁচে থাকা
১৫.০৮.১৭
অনেকক্ষণ ধরে শূন্য চোখে মনিটরের দিকে তাকিয়ে আছি।
বন্ধু চ্যালেঞ্জ করেছে পঞ্চাশ শব্দের মধ্যে ছোটগল্প লিখতে হবে, অথচ মাথায় কোন আইডিয়াই খেলছে না।
দুঃখিত, চ্যালেঞ্জে আমি হেরে গেছি।
ছোটগল্পঃ শূন্যচোখ
০৪/০৮/১৭
সময়ঃ ১৪ই ফেব্রুয়ারী
স্থানঃ ভার্সিটির ক্যাফের সামনে
ক্যাফেতে সবার সামনে দুরুদুরু বুকে মেয়েটির দিকে একটা লাল গোলাপ এগিয়ে দিলাম।
মেয়েটি গোলাপ নিল। তারপর হেসে জবাব দিল, "থ্যাঙ্কস ভাইয়া"
অবশেষে বাসায় গিয়ে ছেলেটি ফেইসবুকে মেয়েটির ঘাড় কাত করা ছবিতে মন্তব্য করলো:
Onk sundor hoice sis
ছোটগল্পঃ লালগোলাপ
১৬.০৪.১৪
খালি ভোটকেন্দ্র।তবুও শতভাগ ভোটগ্রহন।অবাধ ও সুষ্ঠু নির্বাচন।
ছোটগল্পঃ গণতন্ত্র
০৫.০১.১৪
===============================================================
সিরিজের আগের পর্বসমূহঃ
পরমাণু গল্পসমগ্র-১
পরমাণু গল্পসমগ্র-২
পরমাণু গল্পসমগ্র-৩
পরমাণু গল্পসমগ্র-৪
পরমাণু গল্পসমগ্র-৫
পরমাণু গল্পসমগ্র-৬
পরমাণু গল্পসমগ্র-৭
পরমাণু গল্পসমগ্র-৮
পরমাণু গল্পসমগ্র-৯
পরমাণু গল্পসমগ্র-১০
পরমাণু গল্পসমগ্র-১১
পরমাণু গল্পসমগ্র-১২
সর্বশেষ এডিট : ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১২:০১