আশ্চর্য! চোখের পলকে পাঁচ বছর কেটে গেল।
ব্লগে পাঁচ বছর হয়ে গেল। পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে বিশাল একটা পোস্ট দেয়ার প্ল্যান ছিল, কিন্তু রোযা আর সময়ের অভাবের কারনে সেই পরিকল্পনা এখন বাদ।ভেবেছিলাম একটা স্মৃতিচারন পোস্ট লিখব, সেই সব ব্লগারদের কথা বলব-যাদের লেখা পড়ে প্রচন্ড মুগ্ধ হয়েছিলাম, যাদের লেখা পড়ার জন্যই ব্লগে লগ ইন করতাম, কিন্তু সময়ের স্রোতে যারা ব্লগ থেকে হারিয়ে গেছেন।কিন্তু এখন সেটাও ইচ্ছা করছে না

যারা চলে গেছেন-তাদের মিস করি।যারা এখনো ব্লগে আছেন, উৎসাহ নিয়ে ব্লগিং করে যাচ্ছেন- তাদের সকলকে ধন্যবাদ।
হ্যাপী ব্লগিং

সবশেষে পাঁচ বছর পূর্তি উপলক্ষ্যে বিভিন্ন সময়ে নেওয়া সামুর কিছু স্ক্রীনশটঃ
সবার ব্লগ আর্কাইভ বাংলায় হলেও আমার ব্লগ আর্কাইভ ইংরেজীতে

ব্লগে তার বয়স ছাড়া আর সবকিছুই শূন্য

অসাধারন ক্রিয়েটিভ নিক

-কতদিন ধরে ব্লগিং করছেন?
-সঠিক তথ্য নেই।

একদা নিজের ব্লগে মন্তব্য করার অনুমতি ছিল না আমার !

ক্ষেক ক্ষেক ক্ষেক

একদা সামুতে DUREX পাওয়া যেত

প্ল্যাটফমর্ না প্ল্যাটফর্ম?

সামুর প্রথম পোস্ট-১৯৬৯ সালে!

আজ যখন পাঁচ বছর পূর্তি পোস্ট পাবলিশ করার চেষ্টা করলাম

সকলকে ধন্যবাদ।
