সামুতে ব্লগাই ২০১০ থেকে। ২০১০ আর ২০১১ এর শেষে দেখেছিলাম ব্লগ নিয়ে ব্লগার ফিউশন ফাইভের চমৎকার সব রিভিউ পোস্ট। পোস্টগুলো কয়েকটি পর্বে বিভক্ত থাকত। একটি পর্বে থাকত আগের বছরের ব্লগীয় ট্রেন্ড, ব্লগ নিয়ে উল্লেখযোগ্য ঘটনা, ব্লগে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ঘটনার প্রভাব ইত্যাদি, অন্যান্য পর্বগুলো হত মূলত পরিসংখ্যানভিত্তিক।আগের বছরের সর্বাধিক হিট, প্লাস, মন্তব্য প্রাপ্ত পোস্টগুলোর লিস্ট দেয়া হত।এর থেকে কোন নতুন বা অনিয়মিত ব্লগার যেমন ব্লগ সম্পর্কে সহজেই ধারনা পেতেন, তেমনি সেরা পোস্ট পড়ার বা বস ব্লগারদের লেখার সাথে পরিচিত হওয়ার সুযোগও পেতেন।
২০১২ সাল ফিউশন ফাইভ ব্লগে আগের চেয়ে অনেক বেশি অনিয়মিত হয়ে পড়েন। তাই যদ্দূর মনে পড়ে ২০১২ সালের ব্লগ রিভিউ নিয়ে তন্ময় ফেরদৌস কেবল একটা পোস্ট লিখেছিলেন। তাও আগের বছরের স্টিকি পোস্টগুলো নিয়ে। ব্লগীয় ঘটনাবলী ও ট্রেন্ড নিয়ে আলোচনা (যেমনটা ফিফার পোস্টে থাকত) বা পরিসংখ্যানভিত্তিক কিছু দেখিনি।
২০১৩ সাল শেষ হওয়ার পরও দেখি একই দশা।যদিও ব্লগার কুনোব্যাঙের একটা পোস্ট আমরা পেয়েছি, তাতে ব্লগীয় ঘটনাবলী যথেষ্ট গুরুত্বের সাথে আলোচিত হয়েছে, কিন্তু পরিসংখ্যানভিত্তিক কোন পোস্ট পাইনি। ব্লগার জেরিফও ব্লগ নিয়ে তিনটি পোস্ট দিয়েছেন বটে, কিন্তু সেখানে উল্লেখিত পোস্টগুলো তার ব্যক্তিগত পছন্দ বলেই আমার মনে হয়েছে।পরিসংখ্যানভিত্তিক কিছু আমরা এখনো পাইনি।
আমার মনে হয় একটি বছর শেষ হলে তার উল্লেখযোগ্য ঘটনা বা সেরা সব পোস্ট (পরিসংখ্যানের ভিত্তিতে) নিয়ে ব্লগ কর্তৃপক্ষেরই পোস্ট দিয়ে সকলকে জানানো উচিত(নোটিশবোর্ড বা মডুর কাছ থেকে এমন পোস্ট আসতে পারে)।এবং সেই সাথে জানিয়ে দেয়া উচিত নতুন বছরে তাদের কর্মপরিকল্পনাও।
অতীতে বেশ কয়েকজন ব্লগার (দূর্যোধন, আরজুপনি) মাসের উল্লেখযোগ্য পোস্টগুলো নিয়ে সংকলন পোস্ট তৈরী করেছেন। এখনো কয়েকজন ব্লগার ( ব্লগার মামুন রশিদ মাসের উল্লেখযোগ্য গল্প নিয়ে, তাসনুভা সাখাওয়াত বিথি মাসের উল্লেখযোগ্য ফিচার পোস্ট নিয়ে) নিয়মিত সংকলন পোস্ট তৈরী করেন। কিন্তু এসবই হয় ব্লগারদের ব্যক্তিগত উদ্যোগে। সামু কর্তৃপক্ষ প্রতি মাসে না হোক, বছরে কি এরকম পোস্ট দিতে পারে না?
সামু নিয়ে ভাবতে গেলে আমার নিজের এই দশা হয়
হামা ভাইয়ের মন্তব্য (৬ নং মন্তব্য দ্রষ্টব্য) থেকে জানতে পারলাম জানুয়ারী মাস প্রায় শেষ হয়ে এলেও এবছর "অপরবাস্তব" নিয়ে এখন পর্যন্ত কোন উদ্যোগের কথা শোনা যায়নি (কে জানে অপরবাস্তব অন্য কোন বাস্তবতায় স্থানান্তরিত হয়েছে কিনা)।বছরে ব্লগারদের লেখা একটাই বই বের হয়, এবার তার কোন উদ্যোগ নেই দেখে ব্লগ কর্তৃপক্ষের কর্মস্পৃহা আর উদ্যোগ নিয়ে সত্যি মনে সন্দেহ জাগছে।
ভুলে গেলে চলবে না ২০১৩ সালে ব্লগ কর্তৃপক্ষ অফিশিয়ালি ব্লগডেও উদযাপন করেনি। সামু কতৃপক্ষের হল্টা কি?
দিনে দিনে নিজের মতপ্রকাশ আর সাহিত্যচর্চার জন্য ব্লগ একটা শক্তিশালি মাধ্যম হয়ে উঠছে।তাই ব্লগ কর্তৃপক্ষেরই উচিত ব্লগ-ব্লগ কর্তৃপক্ষ-ব্লগারদের মাঝে ইন্টার্যাকশান বাড়িয়ে এই মাধ্যমকে আরো শক্তিশালি করা। কিন্তু এসব ভেবে যখন সামুর দিকে তাকাই তখন খালি হতাশই হতে হয়
======================================
২০০৮ নিয়ে ব্রিগেড সিক্সটিনের রিভিউ পোস্টঃ
২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন)
২০১০ নিয়ে ফিফার রিভিউ পোস্টঃ
ফিরে দেখা ২০১০ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত...
২০১১ নিয়ে ফিফার রিভিউ পোস্টঃ
ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত...
ফিরে দেখা ২০১১ : সামহোয়্যারইন ব্লগে সবচেয়ে বেশি পঠিত ১০০ লেখা
ফিরে দেখা ২০১১ : সামহোয়্যারইন ব্লগে সর্বাধিক মন্তব্য পাওয়া ১০২ পোস্ট
ফিরে দেখা ২০১১ : ব্লগ নিয়ে ব্লগারদের বাছাই ৩০ + নির্বাচিত ২০ ব্লগরম্য
২০১২ নিয়ে তন্ময় ফেরদৌসের পোস্টঃ
ফিরে দেখা ২০১২- বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে সকল স্টিকি পোস্টগুলোর সংকলন।
২০১৩ নিয়ে কুনোব্যাঙের পোস্টঃ
বর্ষ পরিক্রমাঃ সামহোয়্যার ইন... ব্লগ' ২০১৩
জেরিফের পোস্টঃ
সামহোয়্যার ইন ব্লগ ২০১৩. আমার দৃষ্টিতে সেরা গল্প ও কবিতা {পর্ব ১}
সামহোয়্যার ইন ব্লগ ২০১৩. আমার দৃষ্টিতে সেরা ১০ টি চলচিত্র ও ছবি,ভ্রমন বিষয়ক পোস্ট {পর্ব ২}
সামহোয়্যার ইন ব্লগ ২০১৩. আমার দৃষ্টিতে সেরা ফিচার সমুহ {পর্ব ৩}
নিশাত তাসনিমের পোস্টঃ
আমার চোখে ২০১৩ সালে সামহোয়্যারইনের সেরা ৫০ টি পোস্ট
২০১৩ সালের সামহোয়্যার-ইনের স্টিকি পোস্ট সমূহের সংকলন
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
সামু সম্পর্কে আরো জানার জন্য পড়ুনঃ
পর্ব ১ঃ সামুর সেরা সব হিটম্যান এবং তাদের এত্ত এত্ত হিট
পর্ব ২ঃ সামু ব্লগের সেরা সব কমেন্টার এবং তাদের ঐতিহাসিক সব কমেন্ট
পর্ব ৩ঃ সামু ব্লগের ইতিহাসে সর্বোচ্চ পোস্ট দিয়েছেন কোন ব্লগার ও তাদের ব্লগ জীবন
পর্ব ৪ঃ সামু ব্লগের সর্বোচ্চ মাইনাস প্রাপ্ত পোষ্ট এবং এসব পোষ্ট লেখা ইউনিক ব্লগারগন
পর্ব ৫ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী ফেসবুকে শেয়ার হওয়া পোস্ট
পর্ব ৬ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী পঠিত পোস্ট
পর্ব ৭ঃ সামুর ইতিহাসে সর্বাধিক পঠিত ১৮+ জোক্সের পোস্ট ও তার পরের পর্ব
পর্ব ৮ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব ব্লগার
পর্ব ৯ঃ সামুর ইতিহাসে সর্বাধিক প্রিয়তে নেয়া পোস্ট
পর্ব ১০ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা ব্লগ পোস্ট
পর্ব ১১ঃ বিগত বছরগুলোর সামু নিয়ে আসা সেরা যত রিভিউ পোস্ট
পর্ব ১২ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব সিরিজ
পর্ব ১৩ঃ সামহোয়্যার ইন ব্লগঃ সেরাদের সেরা সব গল্পগুলো
পর্ব-১৪ঃ ছবি ব্লগঃ গত দশ বছরে সামু ব্লগের বিবর্তন
পর্ব-১৫ঃ সামহোয়্যার ইন ব্লগঃ পিশাচ কাহিনী সমগ্র
পর্ব-১৬ঃ সামুর সেইসব বিখ্যাত স্ক্রীনশট ও আমার বক্তব্য
পর্ব-১৭ঃ সামুর ইতিহাসে ট্রল করতে ব্যবহৃত সেরা সব ডায়লগ ও কমেন্ট
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১০:৫৮