“আসুন আরেকবার জানি সামু সম্পর্কে” সিরিজের দশম পর্বে আপনাদের সকলকে স্বাগতম।আজকে আমরা দেখব সামুর ইতিহাসে সর্বকালের সেরা ব্লগপোস্ট কোনগুলো।সর্বাধিক হিট, ফেসবুক শেয়ার,মাইনাস আর প্রিয়তে নেয়া পোস্টগুলো নিয়ে এর আগে বিস্তারিত পোস্ট দিয়েছিলাম। ইচ্ছা ছিল সর্বাধিক প্লাস আর কমেন্ট প্রাপ্ত পোস্টগুলোর তালিকা দিয়ে তারপর এই পোস্টটা দেব।কেন্তু এখন আর সেটা ইচ্ছা করতেছে না। তাই এখনই এই পোস্টের অবতারনা। পরবর্তীতে ইচ্ছা আর সময়ের সমন্বয় হলে সর্বাধিক প্লাস আর কমেন্টপ্রাপ্ত পোস্টগুলোর তালিকা দিয়ে দেব ইনশাআল্লাহ্।
তাহলে আসুন শুরু করা যাক।
সর্বোচ্চ হিট পোস্ট
তাহলে আসুন দেখি সামুর সেরা সব হিট পোস্ট।
১. ব্লগার সর্বনাশার ঠিক এই মূহুর্তে আমি সামুর লক্ষাধিক ব্লগারের সাহায্য চাইছি, এখনই ...
হিটঃ ৫৪৬১১
২. ব্লগার নাফিস ইফতেখারের বাঙ্গালী নেটে কি করে (১৮+ পোস্ট)
মোট হিটঃ ৪২৪৯৭
৩. ব্লগার বিলালের ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য।
মোট হিটঃ ৩৮২৮৫
৪.ব্লগার কুঁড়ের বাদশার শেয়ার করার মত কিছু চমৎকার ছবি :: সব পর্ব একসাথে
মোট হিটঃ ৩৭৯০৯
৫.ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণার আন্দোলন চলছে জেলা ও উপজেলায়, দেশে ও পরবাসে,অনলাইনে ও অফলাইনে, সীমানা চিনিনা, আছি শাহবাগে
মোট হিটঃ ৩২৮৭৯
৫.ব্লগার দূর্যোধনের আমার চলচ্চিত্র দর্শন-লালটিপ।
মোট হিটঃ ২৭২৬৭
৬.ব্লগার বিডি আইডলের ই-বুক কালেকশনঃ পর্ব-৬ (শুধুমাত্র ১৮+ দের জন্য)
মোট হিটঃ ২৭০৩৪
৭.ব্লগার নাফিস ইফতেখারের আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন.......
মোট হিটঃ ২৬৫১৩
৮.ব্লগার অন্ধ বাউলের ঢাকা ইউনিভার্সিটির ষ্টুডেন্ট বাস 'চৈতালী' অথবা একদল অমানুষের গল্প
মোট হিটঃ ২৫৩৮৮
৯.ব্লগার হাবিব মহাজনের দোয়া চাই
মোট হিটঃ ২৪৫৫৯
১০.ব্লগার নীলপদ্দের পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য।
মোট হিটঃ ২৪৪০৯
হিট পোস্ট নিয়ে বিস্তারিত জানতে ক্লিকান এইখানে
সর্বোচ্চ প্লাস প্রাপ্ত পোস্ট
মাঝমাঝেই দেখা যায়, ব্লগাররা কোন কোন পোস্টে গিয়ে কমেন্ট করে আসেন, “প্লাস এবং প্রিয়তে”।পরবর্তীতে চেক করলে দেখা যায় তারা পোস্টগুলোকে প্রিতে স্থান দিয়েছেন বটে, কিন্তু কোন এক বিচিত্র কারনে ভাল লাগা বাটনে চাপতে ভুলে গেছেন।তাছাড়া ওয়াচে থাকা ব্লগাররা পোস্ট প্রিয়তে নিতে পারলেও রেটিং দিতে পারেন না।ফলে সামুর অধিকাংশ পোস্টেই হিট কিংবা প্রিয়র তুলনায় প্লাস পড়ে অনেক কম
তাহলে আসুন দেখে নেই সামুর ইতিহাসে ব্লগারদের সর্বাধিক ভাল লাগা পোস্ট কোনগুলোঃ
১.ব্লগার নীলপদ্দের পবিত্র কাবা শরীফ এর ভিতরের বিরল দৃশ্য।
ভালো লাগাঃ ৪৪৯
২.ব্লগার বিলালের ১৮+ কৌতুক প্লিজ ব্যান করবেন না, অথবা করার ইচ্ছা থাকলে ,একটা কারণ দর্শাও নোটিশ পাঠাবেন।এক্সট্রিমলি ম্যাচিউরডদের জন্য।
ভালো লাগাঃ ৩৯৯
২.ব্লগার নাফিস ইফতেখারের আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন
ভালো লাগাঃ ৩৯৯
৩. ব্লগার সর্বনাশার ঠিক এই মূহুর্তে আমি সামুর লক্ষাধিক ব্লগারের সাহায্য চাইছি, এখনই ...
ভালো লাগাঃ ৩৬৬
৪.ব্লগার আশীফ এন্তাজ রবির প্রধানমন্ত্রী আসুন ব্লগে কথা বলি, আসুন কৃচ্ছতা সাধন করি
ভালো লাগাঃ ৩৩৯
৫.ব্লগার শেরিফ আল সায়ারের বীভৎস যৌন নির্যাতন, কিন্তু এড়িয়ে গেছেন সবাই
ভালো লাগাঃ ৩২৬
৬.ব্লগার দূর্যোধনের আমার চলচ্চিত্র দর্শন-লালটিপ।
ভালো লাগাঃ ৩২১
৭.ব্লগার ষড়জের আমার প্রতিবাদের ভাষা: আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না... উঠুন! জাগুন!! যে যেভাবে পারেন প্রতিবাদ করুন!!!
ভালো লাগাঃ ৩১৯
৮.ব্লগার জিন্দা লাশের চৌধুরী মঈনূদ্দীন সহ তিন পলাতক যুদ্ধাপরাধী নিয়ে চ্যানেল ফোরের সেই বিখ্যাত ডকুমেন্টারিটি!
ভালো লাগাঃ ৩০৫
৯.ব্লগার তামিমের কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন?
ভালো লাগাঃ ২৮৮
১০. ব্লগার শব্দহীন জোছনার বাংলা কবিতার সবচেয়ে জনপ্রিয় লাইনগুলো:প্রত্যেক ব্লগার এবং পাঠকের যা অবশ্যই পড়া উচিত।
ভালো লাগাঃ ২৭১
সর্বোচ্চ মাইনাস প্রাপ্ত পোস্ট
নতুন ব্লগাররা (যারা জানুয়ারী ২০১১ এর পর ব্লগে রেজিস্ট্রেশন করেছেন) তারা কেউই মাইনাচ দেয়ার বা পাওয়ার সৌভাগ্য অর্জন করেন নি।কেবল সিনিয়র ব্লগারদের মাঝে মাঝে দীর্ঘশ্বাস ফেলে বলতে শুনেছেন, "একদা ব্লগে মাইনাস ছিল। আমরা মাইনাচ মাইনাচ খেলতাম, কতই না মজা হত। আহারে সেই সব দিনগুলো কোথায় হারিয়ে গেল।"
আসলেই, সেই সব দিন কোথায় হারিয়ে গেল। তাই নতুন ব্লগাররা আর দেরী না করে দেখে নিন কোন পোস্টগুলো সর্বাধিক মাইনাস রেটিং অর্জন করে ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে।
১.আলেকজান্ডার ডেনড্রাইট ও তার ঐতিহাসিক পোস্টঃপ্রাপ্ত মাইনাসের সংখ্যা ৬৬৩টি।
মূল পোস্টটা আর সামুতে নাই। তবে আলেকজান্ডার ডেন্ড্রাইট সাহেব না থাকলেও তার পোস্ট খুজে পাবেন এখানে
২. জলকণা আফার পোস্ট, যার দুঃখে শাহরুখের চউক্ষেও জলকণা আসেঃ প্রাপ্ত মাইনাসের সংখ্যা ৫৯২টি।
ভাবছিলাম মোবাইল ভার্সনের লিঙ্ক দিমু। তাহলে আপনারা নিজ চোখে মাইনাসের সংখ্যা দেখতে পারতেন।কিন্তু এখন মোবাইল ভার্সনে যেতে চাইলে দেখাচ্ছে bad gateway।সুতরাং মোবাইল সাইটের লিঙ্ক দিতে পারলাম না। মূল ভার্সনে আফার ঐতিহাসিক পোষ্ট দেখে আসুন।আফার পুস্ট দেখতে ক্লিকান এখানে
৩.ডেস্টিনি লিমিটেড নিয়া একখান পুস্টঃ প্রাপ্ত মাইনাসের সংখ্যা ৪৮৪টি।
তিন নম্বরে আসবে ডেসটিনি লিমিটেড লিয়া একখান পুস্ট।এই পুস্টও দেয়া হইছিল আমি ব্লগে আসার পর। কিন্তু দুঃখের বিষয় হইল আমি তখনো তরুন ব্লগার হওয়ায় স্ক্রীণশর্ট বা পোস্টের ব্যাক আপ নেয়ার মত বিষয়গুলা জানতাম না।তাই এই পুস্টের কোন ব্যাকআপ, স্ক্রীনশর্ট বা এ সংক্রান্ত কোন তথ্য আমার কাছে নাই।এমনকি পোস্টের লেখক বা শিরোনামও আমার মনে নাই। খালি মনে আছে এই পোস্টের প্রাপ্ত মাইনাসের সংখ্যা।
৪.ব্লগার সন্যাসীর বুদ্ধিজীবি হত্যাকান্ড নিয়ে পোষ্টঃ ভন্ডামির চূড়ান্ত এবং মাইনাস বন্যাঃসর্বশেষ প্রদাঙ্কৃত মাইনাসের সংখ্যা ২৮৭টি।
চুলকানী পোস্ট দিয়ে সামুতে পার পাওয়া যায় না তার প্রমান এই পোস্ট।যে কারনে বুদ্ধিজীবি হত্যাকান্ডের মত সেন্সিটিভ ইস্যু নিয়ে লেখা পোস্টে মাইনাচের সংখ্যা প্লাসকে ছাড়িয়েছিল কেবলমাত্র লেখকের ব্যক্তিগত চুলকানীর কারনে।
এটা সেই পোস্টের লিঙ্ক
এটা সেই পোস্টের মোবাইল ভার্সনের লিঙ্ক
৫.জলকণা আফার সাথী আমাদের গুরু ভাইঃ প্রাপ্ত মাইনাসের সংখ্যা ২৩৫টি।
জলকনা আফারে সাপোর্ট করতে গিয়া আমাদের গুরু ভাই খাইছিলেন মাত্র ২৩৫টা মাইনাস।ছেলে বলে তিনি মাইনাস বৈষম্যের স্বীকার হয়েছিলেন- সামুর বুকে এমন লিঙ্গ বৈষম্যের দৃষ্টান্ত আর নাই
এটা গুরু ভাইয়ের পোস্টের লিঙ্ক
৬.বেচারী অপি আক্তার ও তার শুভেচ্ছেমূলক পোস্টঃ পুরো পোস্টে যাদের ঐতিহাসিক পোস্টের কথা বললাম এত ব্যাপক পরিমান মাইনাস খাওয়ার পিছনে তাদের প্রত্যেকেরই নিজের দায় ছিল।কিন্তু আপি আপার এই পোস্ট পুরাই ব্যতিক্রম।
এই নির্দোষ পোস্টের ওপর পাবলিক কেন ক্ষেপে গেল তা আমার অজানা।শুরু হল মাইনাস বন্যা। আমার জানামতে ২২২টা মাইনাস পড়েছিল।
পোস্টের ৭৩৮নং কমেন্টে আমি জানতে চেয়েছিলাম এত মাইনাসের কারন কি? আফা বললেন জানি না।
এটা আফার পোস্টের লিঙ্ক
সর্বোচ্চ প্রিয়তে নেয়া পোস্ট
১৮+ বা জোকসের পোস্টগুলো কিংবা সামুর চিরন্তন ক্যাচাল পোস্টগুলো মাঝেমাঝে ব্যাপক হিট অর্জন করলেও পাঠকদের প্রিয় পোস্টের তালিকায় স্থান করে নিতে পারে না।কেননা এদের আবেদন সাময়িক, চিরন্তন নয়। তাই বলতে দ্বিধা নেই যেসব পোস্ট সর্বাধিক পরিমান ব্লগারের প্রিয় তালিকায় রয়েছে তার সবগুলোই (দুয়েকটা ব্যতিক্রম থাকতে পারে) ক্লাসিক পোস্ট।
তাহলে আসুন দেখে নেই সামুর ইতিহাসে ব্লগারদের প্রিয়তে থাকা পোস্ট কোনগুলোঃ
১.ব্লগার নাফিস ইফতেখারের আগামীবার যখন উইন্ডোজ নতুন করে সেটআপ দেবেন
মোট প্রিয়ঃ ১২৭১
২.ব্লগার তামিমের কেন কিনবেন বই যখন ফ্রী পাচ্ছেন?
মোট প্রিয়ঃ ১১৩৮
৩.ব্লগার কুঁড়ের বাদশার শেয়ার করার মত কিছু চমৎকার ছবি :: সব পর্ব একসাথে , পোষ্টটি নিয়মিত আপডেট হবে ::
মোট প্রিয়ঃ ১১১২
৪.ব্লগার রবিন মিলফোর্ডের ১০১ টি মজার জিনিস যা অনলাইনে করবেন
মোট প্রিয়ঃ ১০৮৭
৫.ব্লগার নিদালের যে পোস্ট গুলো পড়লে সামুর ফ্যান হয়ে যাবেন/আমার ব্লগ শেলফ/এপিক পোস্ট
মোট প্রিয়ঃ ১০৮৬
৬.ব্লগার বখতিয়ার হোসেনের হুমায়ুন আহমেদের ১৪৮ টি বইয়ের বিশাল সমগ্র
মোট প্রিয়ঃ ১০৬৬
৭.ব্লগার এ. এস. এম. রাহাত খানের ~*~*~IP দিয়ে খুজে বেড় করুন যাকে খুজছেন তার অবস্থান!!~*~*~
মোট প্রিয়ঃ ১০৩৪
৮.ব্লগার শামসীরের বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন
মোট প্রিয়ঃ ১০১৯
৯.ব্লগার হাসান যোবায়েরের ছবি এডিট করা এত সহজ! এখন থেকে এক তুড়িতেই নিজের ছবি প্রফেশনালদের মতো এডিট করুন!!
মোট প্রিয়ঃ ১০০৪
১০.ব্লগার ডিসকো বান্দরের জাতিসংঘে কিভাবে চাকরি পাবেন বা করবেন? মাসে ৫,০০০-১৫,০০০ ডলার বেতন!
মোট প্রিয়ঃ ৯৫৮
প্রিয় পোস্টগুলো নিয়ে বিস্তারিত জানতে ক্লিকান এইখানে
সর্বোচ্চ ফেসবুক শেয়ার
সামুতে যে পরিমান ব্লগার আছে আর প্রতিনিয়ত যে পরিমান পোস্ট আসে, তাতে একটা পোস্ট ১৫ মিনিট, সর্বোচ্চ ২০ মিনিট প্রথম থাকতে পারে। আর সেলিব্রেটি ব্লগার হলে অনুসারিত লিস্ট থেকেও আপনার একটা ভালই হিট আসবে।কিন্তু লক্ষ্য করলে দেখবেন সামুর যেসব পোস্টের হিট ১০০০০+ সেগুলোর ফেসবুক শেয়ার অন্তত ১০০+ ।ফেসবুক থেকে ব্লগে একটা বিশাল হিট আসে তা কোনভাবেই আস্বীকার করার উপায় নাই।
তো আসুন আর দেরী না করে দেখে নেই সামু থেকে সবচেয়ে ফেসবুকে শেয়ারকৃত পোস্ট কোনগুলো।
১ব্লগার অন্ধ বাউলের ঢাকা ইউনিভার্সিটির ষ্টুডেন্ট বাস 'চৈতালী' অথবা একদল অমানুষের গল্প
মোট ফেসবুক শেয়ারঃ ১১৩১৪
২. ব্লগার সর্বনাশার ঠিক এই মূহুর্তে আমি সামুর লক্ষাধিক ব্লগারের সাহায্য চাইছি, এখনই ...
মোট ফেসবুক শেয়ারঃ ৮২২৭
৩.ব্লগার ষড়জের আমার প্রতিবাদের ভাষা: আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না... উঠুন! জাগুন!! যে যেভাবে পারেন প্রতিবাদ করুন!!!
মোট ফেসবুক শেয়ারঃ ৩৬৭৯
৪.ব্লগার নোবেলবিজয়ী টিপুর ব্লাডক্যান্সার বিষয়ক কিছু কথন
মোট ফেসবুক শেয়ারঃ ২৮৪২
৫.ব্লগার প্রতিকষীতের কুয়েটের একজন আসামী বলছি
মোট ফেসবুক শেয়ারঃ ২৩৬০
৬.ব্লগার মুঠোকাব্যের কবির ১০ টাকা হাতে ভিখারি , পাশে ১৬ কোটি টাকার ফেরারি !!!! ইট হেপেন্স অনলি ইন বিডি !
মোট ফেসবুক শেয়ারঃ ২২১৩
৭.ব্লগার বল্টু মিয়ার ফেসবুকের নতুন ফিচার ফেসবুক টাইমলাইন( Facebook Timeline) এক্টিভেট করে নিন আপনার প্রোফাইলে খুব সহজে
মোট ফেসবুক শেয়ারঃ ২১৫৯
৮. ব্লগার টয়ের স্বপ্নহত্যার এক বছরঃ আমাদের ক্ষমা করো সম্রাট
মোট ফেসবুক শেয়ারঃ ২০৬৪
৯.ব্লগার কাক নং ৭৯৯ এর পদ্মা নদীর মাঝি - ২০২১
মোট ফেসবুক শেয়ারঃ ২০৪৩
১০.ব্লগার আলিম আল রাজির টান টান উত্তেজনাময় গল্পঃ হিমুর হাতে কয়েকটি নোবেল প্রাইজ
মোট ফেসবুক শেয়ারঃ ১৯৭৪
সর্বাধিক ফেসবুক শেয়ার সম্পর্কে জানতে ক্লিকান এইখানে
সর্বোচ্চ কমেন্ট প্রাপ্ত পোস্ট
সামুতে আসলে কমেন্ট সংখ্যা দিয়ে কখনো পোস্টের কোয়ালিটি বিচার করা যায় না। প্রায়ই ক্যাচাল পোস্টের কমেন্ট সংখ্যা কয়েকশ ছাড়িয়ে যায়। তবে আশার কথা হল টপ টেনে কোন ক্যাচাল পোস্ট নাই।
তাহলে আসুন দেখে নেই সর্বোচ্চ কমেন্ট প্রাপ্ত পোস্টঃ
১. ব্লগার আলেকজান্ডার ডেন্ড্রাইটের জাফর ইকবাল জাতিকে কি দিয়াছেন?
মোট প্রাপ্ত কমেন্টঃ ১৭০৭
২. ব্লগার অপি আকতারের সবাই কে শুভেচ্ছা ।
মোট প্রাপ্ত কমেন্টঃ ১৭০১
৩. ব্লগার হাসান মাহবুবের অফটপিক
মোট প্রাপ্ত কমেন্টঃ ১৬০০
৪. ব্লগার এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণার আন্দোলন চলছে জেলা ও উপজেলায়, দেশে ও পরবাসে,অনলাইনে ও অফলাইনে, সীমানা চিনিনা, আছি শাহবাগে
মোট প্রাপ্ত কমেন্টঃ ১৫৩৬
৫. ব্লগার সর্বনাশার ঠিক এই মূহুর্তে আমি সামুর লক্ষাধিক ব্লগারের সাহায্য চাইছি, এখনই ...
মোট প্রাপ্ত কমেন্টঃ ১১১৯
৬.ব্লগার অন্যমনষ্ক শরতের রাজাকারের ফাঁসির দাবীতে গর্জে উঠেছে বাংলাদেশ: চল চল শাহবাগ চল
মোট প্রাপ্ত কমেন্টঃ ১১১০
৭. ব্লগার নাফিস ইফতেখারের একটি মামাবাড়ির আবদার ~ তথা ~ দাতা হাতেম তাই ~ তথা ~ হাজী মুহম্মদ মুহসীন টাইপ পোস্ট (লিংকদাতা পোস্ট)
মোট প্রাপ্ত কমেন্টঃ ১০১১
৮. ব্লগার দূর্যোধনের ব্লগে নারী ব্লগারদের আক্রমন:প্রগতিশীল কিবোর্ডের আড়ালে মোল্লাতন্ত্র
মোট প্রাপ্ত কমেন্টঃ ৯৮৫
৯. ব্লগার দূর্যোধনের আমার চলচ্চিত্র দর্শন-লালটিপ।
মোট প্রাপ্ত কমেন্টঃ ৭৯৯
১০. ব্লগার রাজসোহানের জ্বালিয়ে দাও , পুড়িয়ে দাও{ আড্ডা পোস্ট অব দ্যা গ্রেট ইনসমনিয়াক ক্লাব }
মোট প্রাপ্ত কমেন্টঃ ৭৫৭
** সমস্ত তথ্যাবলী নেয়া হয়েছে ২৪ এপ্রিল ২০১৩ বিকাল ৫:০৬ পর্যন্ত।
===========================================
**হিট আর কমেন্ট বিষয়ক আমার নিজস্ব কিছু অবজারবেশন লেখার ইচ্ছা ছিল। এখন আর লেখার মুড নাই। পরে সময় করে লিখব ইনশাআল্লাহ।
===========================================
** পুরো পোস্টে বিবেচনা করা হয়েছে পরিসংখ্যান, ব্লগারের লেখা বা কমেন্টের গুনগত মান নয়।উপরে লিস্টগুলোতে যারা আছেন, তারা নিঃসন্দেহে অসাধারন ব্লগার এবং তাদের পোস্টগুলোও এপিক- তাতে কোন সন্দেহ নেই। শুধুমাত্র কারো যদি মনে হয় ঐ পোস্টটা বাদ পরে গেছে বা এই পোস্টটা কিভাবে লিস্টে আসে- তাদের উদ্দেশ্যেই উপরের লাইনটি।
ধন্যবাদ।
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
সামু সম্পর্কে আরো জানার জন্য পড়ুনঃ
পর্ব ১ঃ সামুর সেরা সব হিটম্যান এবং তাদের এত্ত এত্ত হিট
পর্ব ২ঃ সামু ব্লগের সেরা সব কমেন্টার এবং তাদের ঐতিহাসিক সব কমেন্ট
পর্ব ৩ঃ সামু ব্লগের ইতিহাসে সর্বোচ্চ পোস্ট দিয়েছেন কোন ব্লগার ও তাদের ব্লগ জীবন
পর্ব ৪ঃ সামু ব্লগের সর্বোচ্চ মাইনাস প্রাপ্ত পোষ্ট এবং এসব পোষ্ট লেখা ইউনিক ব্লগারগন
পর্ব ৫ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী ফেসবুকে শেয়ার হওয়া পোস্ট
পর্ব ৬ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী পঠিত পোস্ট
পর্ব ৭ঃ সামুর ইতিহাসে সর্বাধিক পঠিত ১৮+ জোক্সের পোস্ট ও তার পরের পর্ব
পর্ব ৮ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব ব্লগার
পর্ব ৯ঃ সামুর ইতিহাসে সর্বাধিক প্রিয়তে নেয়া পোস্ট
পর্ব ১০ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা ব্লগ পোস্ট
পর্ব ১১ঃ বিগত বছরগুলোর সামু নিয়ে আসা সেরা যত রিভিউ পোস্ট
পর্ব ১২ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব সিরিজ
পর্ব ১৩ঃ সামহোয়্যার ইন ব্লগঃ সেরাদের সেরা সব গল্পগুলো
পর্ব-১৪ঃ ছবি ব্লগঃ গত দশ বছরে সামু ব্লগের বিবর্তন
পর্ব-১৫ঃ সামহোয়্যার ইন ব্লগঃ পিশাচ কাহিনী সমগ্র
পর্ব-১৬ঃ সামুর সেইসব বিখ্যাত স্ক্রীনশট ও আমার বক্তব্য
পর্ব-১৭ঃ সামুর ইতিহাসে ট্রল করতে ব্যবহৃত সেরা সব ডায়লগ ও কমেন্ট
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:০০