“আসুন আরেকবার জানি সামু সম্পর্কে” সিরিজের অষ্টম পর্বে আপনাদের স্বাগতম। গত কয়েকদিন ধরে ২০১২ সালের সামুর সেরা ব্লগার নির্বাচন নিয়ে মোটামুটি ভালই তর্ক বিতর্ক চলছে, ফেসবুক ভোটিং নিয়ে অনেকেই বিরক্তি প্রকাশ করেছেন।এর আগে গতবছর ব্লগ ডে তেও সেরা ব্লগার নির্বাচন নিয়ে ভালই আলোচনা সমালোচনা হয়েছিল।
ডিসেম্বর মাস।২০০৫ এর ডিসেম্বরে সামু যাত্রা শুরু করে এ বছর সামু তার ৭ বছর পূর্ন করবে।তাই ভাবলাম কিসের কি বছর ভিত্তিক সেরা ব্লগার নির্বাচন, সামুর ইতিহাসে সর্বকালের সেরা ব্লগার কারা সেটাই আপনাদের জানিয়ে দেই।
সামুর সবচাইতে হিট ব্লগার
প্রথমেই আসুন দেখে নেই সামুর সব চাইতে হিট ব্লগার কারা এবং এখন পর্যন্ত তাদের হিট কেমন।হিট পোস্ট এবং হিটম্যান বলতে বাংলা ব্লগে এখনও বোঝায় নাফিস ইফতেখারকেই।
১. নাফিস ইফতেখার
মোট হিটঃ৮৮৬৩২৫
২. কৌশিক
মোট হিটঃ৮৬৯০০৩
৩. ত্রিভুজ
মোট হিটঃ ৭৭০১২০
৪. বিডি আইডল
মোট হিটঃ ৬৯৮৩৫১
৫. ফিউশন ফাইভ
মোট হিটঃ৬৭০৫১৮
৬. রাজামশাই
মোট হিটঃ৬৫৫৩৪৪
৭. ইমন জুবায়ের
মোট হিটঃ ৬৪৭৩২৪
৮. অমি রহমান পিয়াল
মোট হিটঃ৪৯৯৩৩৯
৯. রাগ ইমন
মোট হিটঃ৪৮০৪২১
১০. রাগিব
মোট হিটঃ৪১৭৫৯২
**এদের মধ্যে বর্তমানে ব্লগার ত্রিভুজ, অমি পিয়াল আর রাগ ইমনকে ব্লগে দেখা যায় না।
সর্বোচ্চ কমেন্টার
যদি প্রশ্ন করি একজন ব্লগারের পক্ষে সর্বোচ্চ কতগুলো কমেন্ট করা সম্ভব?
উত্তর হবে সেট নির্ভর করছে একজন কতদিন ধরে ব্লগিং করছেন আর প্রতিদিন ব্লগে কি পরিমান সময় দিচ্ছেন তার ওপর।
আমিও তা স্বীকার করি।তারপরও যদি একটা রাফ এস্টিমেট করতে বলি তাহলে কি জবাব দেবেন?
-দশ হাজার?
-বিশ হাজার?
জ্বি না।যদি ভেবে থাকেন একজন কমেন্টার সর্বোচ্চ দশ- বিশ হাজার কমেন্ট করেছেন তবে বাস্তবতা থেকে আপনি বহু আলোকবর্ষ দূরে আছেন।কেননা যিনি এই লিস্টে দুই নম্বরে আছেন তিনি ছাড়িয়ে গেছেন চল্লিশ হাজারের কোঠা দুই বছর আগেই এবং ২০০৯ এর পরে তাকে আর ব্লগে একটিভ দেখা যায় নাই।গত দুই বছর তিনি ব্লগে একটিভ থাকলে মনে হয় ষাট-সত্তর হাজারের ঘর পেরিয়ে যেতেন।
তো আসুন আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক সামুর ইতিহাসে সর্বোচ্চ কমেন্টার কারা।
১.হাসান মাহবুব
মন্তব্য করেছেন: ৪৭৪৩১টি
২.রাশেদ
মন্তব্য করেছেন: ৪১৮০২টি
৩.রাজসোহান
মন্তব্য করেছেন: ৩৬৯০৫টি
৪.শায়মা
কমেন্ট করেছেনঃ২৯৪১৮টি
৫.সায়েম মুন
কমেন্ট করেছেনঃ২৮৩৭৬টি
৬.আবদুল্লাহ আল মনসুর
মন্তব্য করেছেন: ২৮১৩৯টি
৭.তামিম ইরফান
মন্তব্য করেছেন: ২৫৮৯৩টি
৮.জিসান শা ইকরাম
মন্তব্য করেছেন: ২৫৯১৮টি
৯.বিষাক্ত মানুষ
মন্তব্য করেছেন: ২৫৪৭২টি
১০.ইমন জুবায়ের
কমেন্ট করেছেনঃ২৫২৪১টি
১১.কালপুরুষ
মন্তব্য করেছেন: ২৫০৩৫টি
১২.একরামুল হক শামীম
মন্তব্য করেছেন: ২৩৪৮৯টি
**এদের মধ্যে বর্তমানে ব্লগার রাশেদ,আবদুল্লাহ আল মনসুর,তামিম ইরফান,বিষাক্ত মানুষ ও কালপুরুষকে ব্লগে দেখা যায় না।
সর্বোচ্চ কমেন্ট প্রাপ্ত ব্লগার
এবার আসুন দেখে নেই সর্বোচ্চ কমেন্ট প্রাপ্ত ব্লগার। সর্বোচ্চ কমেন্টকারী না হোন , কিন্তু সর্বোচ্চ কমেন্ট প্রাপ্ত ব্লগারের তালিকায় সামুর শীর্ষ হিটম্যানরা থাকবেন- এটা চোখ বন্ধ করেই বলা যায়।
১.ইমন জুবায়ের
কমেন্ট পেয়েছেনঃ৪১৩২৫
২.হাসান মাহবুব
কমেন্ট পেয়েছেনঃ৩৬৫৫৬
৩.কৌশিক
কমেন্ট পেয়েছেনঃ৩৪৯৩৫
৪.নাফিস ইফতেখার
কমেন্ট পেয়েছেনঃ৩৪০৯০
৫.শায়মা
কমেন্ট পেয়েছেনঃ৩০৭২০
৬.ফিউশন ফাইভ
কমেন্ট পেয়েছেনঃ২৬৬৩৭
৭.সুলতানা শিরীন সাজি
কমেন্ট পেয়েছেনঃ২৫৬৮৬
৮.আবদুল্লাহ আল মনসুর
কমেন্ট পেয়েছেনঃ২৫৬১২
৯.একরামুল হক শামীম
কমেন্ট পেয়েছেনঃ২৩৫৩২
১০.রাগ ইমন
কমেন্ট পেয়েছেনঃ২৩২৯৪
**এদের মধ্যে বর্তমানে ব্লগার আবদুল্লাহ আল মনসুর ও সুলতানা শিরীন সাজিকে ব্লগে দেখা যায় না।
সর্বোচ্চ পোস্ট প্রদানকারী
[img|]
প্রিয় সহব্লগারদের কাছে জানতে চাইব একজন ব্লগার তার ব্লগ জীবনে সর্বোচ্চ কতগুলা পোস্ট দিতে পারে বলে ধারনা??? ইদানীং অনেকেই দেখি ৫০তম বা শততম পোস্ট বলে স্পেশাল পোস্ট দেয় আর এই ৫০ বা ১০০টা পোস্ট দিতেই সময় লেগে যায় বছরের পর বছর।আরে ৫০টা পোস্ট দিতে আমার নিজেরই লেগেছে যেখানে ১ বছর ৩ মাস সেখানে আর অন্যদের উদাহরন টানি কেন???
তো প্রসঙ্গে ফিরে আসি। একজন ব্লগার তার ব্লগজীবনে কতগুলো পোস্ট দিতে পারেন বলে মনে করেন???
-১০০টা?
-২০০টা?
-সর্বোচ্চ ৫০০ টা? ভুল। কেননা হাজারের ওপর পোস্ট দিয়েছেন সামু ব্লগেই এমন ব্লগার আছেন আমারে জানামতে ৬ জন। আর জানার বাইরে কেউ নাই- এমন মর্কট মার্কা দাবীও আমি করব না।
তো আসুন দেখে নেই বাংলা ব্লগের ইতিহাসে সর্বোচ্চ পোস্ট দিয়েছেন কে কে। যারা যারা ৫০০টি বা তার বেশী পোস্ট দিয়েছেন এমন শীর্ষ ১৫ জন এই লিস্টে আছেন।
১. কৌশিক
• পোস্ট করেছেন: ২০৬৮টি
• ব্লগ লিখেছেন: ৬ বছর ৮ মাস
২. ইমন জুবায়ের
• পোস্ট করেছেন: ১৪৮৭টি
• ব্লগ লিখেছেন: ৪ বছর ১ মাস
৩.ফকির ইলিয়াস
•পোস্ট করেছেন: ১৪৪২টি
•ব্লগ লিখেছেন: ৫ বছর ৩ মাস
৪. রানা
• পোস্ট করেছেন: ১২০৩টি
• ব্লগ লিখেছেন: ৫ বছর ৪ মাস
৫. এ.টি.এম.মোস্তফা কামাল
• পোস্ট করেছেন: ১১১৫টি
• ব্লগ লিখেছেন: ৪ বছর ২ মাস
৬. মাহমুদুল হাসান কায়রো
• পোস্ট করেছেন: ১০৬৮টি
• ব্লগ লিখেছেন: ৩ বছর ১ সপ্তাহ
৭.আলী
• পোস্ট করেছেন: ১০৫০টি
• ব্লগ লিখেছেন: ৬ বছর ১০ মাস
৮.রিফাত হোসেন
• পোস্ট করেছেন: ১০৩৬টি
• ব্লগ লিখেছেন: ৬ বছর ১০ মাস
৯. এস্কিমো
• পোস্ট করেছেন: ৯৩৯টি
• ব্লগ লিখেছেন: ৫ বছর ৮ মাস
১০. শাহানা
• পোস্ট করেছেন: ৮৫৭টি
• ব্লগ লিখেছেন: ৬ বছর ১১ মাস
১১. রাজামশাই
• পোস্ট করেছেন: ৮৫২টি
• ব্লগ লিখেছেন: ৪ বছর ৮ মাস
১২.মাহবুব মোর্শেদ
• পোস্ট করেছেন: ৮৪৩টি
• ব্লগ লিখেছেন: ৬ বছর ৮ মাস
১৩. আব্দুল্লাহ আল মনসুর
• পোস্ট করেছেন: ৭৮৫টি
• ব্লগ লিখেছেন: ৪ বছর ১০ মাস
১৪. কালপুরুষ
• পোস্ট করেছেন: ৭৮৪টি
• ব্লগ লিখেছেন: ৬ বছর ৯ মাস
১৫. তাজুল ইসলাম মুন্না
• পোস্ট করেছেন: ৭৪৯টি
• ব্লগ লিখেছেন: ৫ বছর ৩ মাস
১৬. অন্য মনস্ক শরৎ
• পোস্ট করেছেন: ৭৩৩টি
• ব্লগ লিখেছেন: ৬ বছর ৮ মাস
১৭. লেখাজোকা শামীম
• পোস্ট করেছেন: ৬৫৯টি
• ব্লগ লিখেছেন: ৫ বছর ৩ মাস
**এদের মধ্যে বর্তমানে ব্লগার শাহানা, কালপুরুষ ও তাজুল ইসলাম মুন্নাকে ব্লগে দেখা যায় না।
** সমস্ত তথ্যাবলী নেয়া হয়েছে ১৯ নভেম্বর বিকাল ৪:১৯ পর্যন্ত।
===========================================
**হিট আর কমেন্ট বিষয়ক আমার নিজস্ব কিছু অবজারবেশন লেখার ইচ্ছা ছিল। এখন আর লেখার মুড নাই। পরে সময় করে লিখব।
===========================================
** পুরো পোস্টে বিবেচনা করা হয়েছে পরিসংখ্যান, ব্লগারের লেখা বা কমেন্টের গুনগত মান নয়।উপরে লিস্টগুলোতে যারা আছেন, তারা নিঃসন্দেহে অসাধারন ব্লগার ও কমেন্টার- তাতে কোন সন্দেহ নেই। শুধুমাত্র কারো যদি মনে হয় অমুক ব্লগার বাদ পরে গেছেন বা তমুক ব্লগার কিভাবে লিস্টে আসেন- তাদের উদ্দেশ্যেই উপরের লাইনটি।
ধন্যবাদ।
=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=-=
সামু সম্পর্কে আরো জানার জন্য পড়ুনঃ
পর্ব ১ঃ সামুর সেরা সব হিটম্যান এবং তাদের এত্ত এত্ত হিট
পর্ব ২ঃ সামু ব্লগের সেরা সব কমেন্টার এবং তাদের ঐতিহাসিক সব কমেন্ট
পর্ব ৩ঃ সামু ব্লগের ইতিহাসে সর্বোচ্চ পোস্ট দিয়েছেন কোন ব্লগার ও তাদের ব্লগ জীবন
পর্ব ৪ঃ সামু ব্লগের সর্বোচ্চ মাইনাস প্রাপ্ত পোষ্ট এবং এসব পোষ্ট লেখা ইউনিক ব্লগারগন
পর্ব ৫ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী ফেসবুকে শেয়ার হওয়া পোস্ট
পর্ব ৬ঃ সামুর ইতিহাসে সবচেয়ে বেশী পঠিত পোস্ট
পর্ব ৭ঃ সামুর ইতিহাসে সর্বাধিক পঠিত ১৮+ জোক্সের পোস্ট ও তার পরের পর্ব
পর্ব ৮ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব ব্লগার
পর্ব ৯ঃ সামুর ইতিহাসে সর্বাধিক প্রিয়তে নেয়া পোস্ট
পর্ব ১০ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা ব্লগ পোস্ট
পর্ব ১১ঃ বিগত বছরগুলোর সামু নিয়ে আসা সেরা যত রিভিউ পোস্ট
পর্ব ১২ঃ সামুর ইতিহাসে সর্বকালের সেরা সব সিরিজ
পর্ব ১৩ঃ সামহোয়্যার ইন ব্লগঃ সেরাদের সেরা সব গল্পগুলো
পর্ব-১৪ঃ ছবি ব্লগঃ গত দশ বছরে সামু ব্লগের বিবর্তন
পর্ব-১৫ঃ সামহোয়্যার ইন ব্লগঃ পিশাচ কাহিনী সমগ্র
পর্ব-১৬ঃ সামুর সেইসব বিখ্যাত স্ক্রীনশট ও আমার বক্তব্য
পর্ব-১৭ঃ সামুর ইতিহাসে ট্রল করতে ব্যবহৃত সেরা সব ডায়লগ ও কমেন্ট
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০২০ রাত ১১:১৬