
এই পৃথিবীতে প্রতিনিয়ত যতপ্রকার পাপ কাজ সম্পাদিত হচ্ছে,তার পেছনে একমাত্র প্রবঞ্চনা দানকারী হছে ইবলিস শয়তান।শয়তান বলতে যে শুধুমাত্র ইবলিসকে বুঝায় তা কিন্তু না ।শয়তান বলতে বুঝায় যারা কিনা তার বংশধর ও সমগোত্রীয়।সাথে সাথে শয়তান বলতে তার সমস্ত অনুসারীদেরকেও বুঝায়।এরা সবাই মিলে তাদের অভিশপ্ত কার্যকলাপের দ্বারা প্রতিদিন অনেক নেক বান্দাহ,মুত্তাকীন ও আল্লাহর ওলীদেরকে ধোকা ও সত্য পথ হতে বিচ্যুতি করার চরম চেষ্টায় লিপ্ত রয়েছে।এরই ধারাবাহিকতায় আজ মোটা তাজা শয়তান সম্পর্কে একটা সত্য কাহিনি ও ৯ জন শয়তানের নাম ও তাদের কাজ সম্পর্কে আপনাদের অবগত করব।(ইনশাল্লাহ)
মোটা তাজা শয়তান
একবার দুই শয়তানের মধ্যে সাক্ষাত হল।এক শয়তান খুব মোটা তাজা ছিল।অপরদিকে অন্যজন হালকা পাতলা ছিল।মোটা শয়তান পাতলা শয়তানকে বলল,ভাই শেষ পর্যন্ত তুমি এত দূর্বল হলে কেন?সে বলল-আমি এমন একজন নেক বান্দাহর সাথে আছি,যে ঘরে প্রবেশ করার সময় ও পানাহারের সময় “বিসমিল্লাহ” শরীফ পাঠ করে নেয় আমাকে তাঁর নিকট হতে দূরে পালাতে হয়।দোস্ত ! তোমার কথা বল-তুমি তো খুব স্বাস্থ্য বানিয়েছ।এতে কি রহস্য রয়েছে?মোটা শয়তান বলল,আমি এক এমন অলস ব্যক্তির উপর চড়ে বসেছি যে ঘরে “বিসমিল্লাহ” পড়া ব্যতিত প্রবেশ করে ও পানাহারের সময়ও “বিসমিল্লাহ” পড়ে না।অতএব আমি তার ঐ সকল কাজের মধ্যে অংশীদার হয়ে যাই।আর তার উপর জানোয়ারের ন্যায় সাওয়ার(অবস্থান) হতে থাকি।আমার স্বাস্থ্যবান হওয়ার এটাই রহস্য।(সুত্রঃআসরারুল ফাতিহাহ্-১৫৫)
৯ জন শয়তানের নাম ও কাজ
প্রিয় মুসলিম ভাই ও বোনেরা ! এই ঘটনা থেকে এই শিক্ষা লাভ হয় যে,যদি আমরা নিজেদের কাজসমূহে শয়তানের অংশগ্রহন থেকে নিরাপদ,কল্যান ও বরকতের আগ্রহী হই,তাহলে যেন প্রতিটি ভাল কাজের শুরুতে ”বিসমিল্লাহ” পড়ে নেই।অন্যথায় প্রত্যেক কাজে অভিশ্ত শয়তান শরীক হয়ে যায়।শয়তানের অনেক বংশধর রয়েছে।আর তাদের বিভিন্ন কাজে দায়িত্ব দেয়া হয়েছে।যেমন হযরতে আল্লামা ইবনে হাজার আসক্বালানী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেন,আমীরুল মু’মিনীন হযরত সাইয়্যেদুনা উমর ফারুকে আযম রাদিয়াল্লাহু আনহু বলেন যে,শয়তানের সন্তান নয় জন।যথাঃ-
► ১.যালিতুনঃ-বাজার গুলোতে নিয়োজিত আর সেখানে সে নিজের পতাকা গেঁড়ে থাকে।
► ২.ওয়াছিনঃ-মানুষদের আকস্মিক বিপদে ফেলার দায়িত্বে রয়েছে।
► ৩.লাক্বসঃ- আগুন পূজারীদের উপর নিয়োজিত।
► ৪.আওয়ানঃ শাসকদের সাথে থাকে।
► ৫.হাফ্ফাফঃ- শরাবীদের সাথে থাকে।
► ৬.মুর্রাহঃ- গান-বাজনা কারীদের উপর নিয়োজিত ।
► ৭.মুসাওয়্যিতঃ- বাজে কথা বার্তা সর্বত্র ছড়িয়ে দেয়ার কাজে নিয়োজিত।সে মানুষের মুখে বাজে কথা-বার্তা চালু করে দেয় আর মূল বাস্তবতা থেকে অন্যমনস্ক করে থাকে।
► ৮.দা-সীমঃ- ঘর সমূহে নিয়োজিত রয়েছে।যদি ঘরের বাসিন্দারা ঘরে প্রবেশ করার সময় সালাম না করে ও “বিসমিল্লাহ” পড়ে পা ভিতরে না রাখে তাহলে সে এসব ঘরের বাসিন্দাদাদের পরস্পরের মধ্যে ঝগড়ায় লিপ্ত করে দেয়।এমনকি তালাক বা খোলা (স্ত্রী কর্তৃক স্বামীর কাছে তালাক চাওয়া) বা মারামারির পর্যায়ে পৌছিয়ে দেয়।
► ৯.ওয়ালহানঃ- ওযু,নামায ও অন্যান্য ইবাদাতের মধ্যে কুমন্ত্রণা দেয়ার জন্য নিয়োজিত রয়েছে।(সুত্রঃআল মুনাব্বিহাত লিল আসক্বালানী,পৃষ্ঠা-৯১)