মুক্তিযুদ্ধের সময় দেশটাকে যারা ধর্ষন করেছে আজ তাদের বিচার হচ্ছে অথচ মুক্তিযুদ্ধের পর থেকে দেশের বহুল পরিচিত যে দুই পরিবার এই দেশটাকে ধর্ষন করে চলেছে নিয়মিত হারে তাদের বিচার আপনারা আশা করেন না ???
অনেকের কষ্ট লাগছে হয়তো এই শিরোনাম দেখে ! কিন্তু আমরা এই আমজনতাও কষ্ট পাচ্ছি বছের পর বছর !! ঐ দুই পরিবার ও তাদের পাচাটা কুত্তা গুলই কি শুধু মানুষ ??? আমরা মানুষ না ?? নাকি মানুষের আওতাও পড়ি না !!
দেশের শিক্ষা ব্যাবস্থার আজ বেহাল দশা ! পাবলিক বিশ্ব্যবিদ্যালয় গুলো বছরের অর্ধেক সময় বন্ধ থাকছে মারামারি আর খুনখারাবী করে ! জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেশন জটে ছাত্রদের জীবন নিয়ে টানাপেড়ন শুরু হয়ে গেছে ।
সরকারি চাকুরির বয়স সীমা বুড়োদের জন্যে বেড়ে হয়েছে দুই বছর ! আড় যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আট বছর ধরে কচ্ছপের গতিতে মাথায় টাক পড়িয়ে সামন্য অনার্স পাশ করে বের হবে তারা চাকুরির বাজারে মজুরি দেবার জন্যে কারো দুয়ারে কড়া নাড়ার আগেই দারোয়ান লাঠী নাড়িয়ে সরণ করিয়ে দেবে " ঔ মিয়া তুমার বয়স তো সরকারি চাকরির শেষ বয়সই শেষ, বাড়ি গিয়া তুমার পুলারে পাঠাইয়ো ! "
এরপরে সমাজও ঐ জাতীয় বিশ্ববিদ্যালয় পাশ করা ছেলেটাকে কুকুরের মত পশ্চাৎদেশে লাথি দিয়ে বের করে দিবে । কলেজ জীবনে যে মেয়েটাকে জীবন দিয়ে ভালবাসতো , যার জন্যে একটার জায়গায় আরও এক্সট্রা আরও দুইটা টিউশনি করাতো , সেই হয়তো এসে বলবে " এই নাও আমার বিয়ের কার্ড আর একতটা কথা , তুমি এই বিয়েতে না আসলে আমি খুশি হবো , আর সম্ভবত আমার মঙ্গল হবে !!
এই যদি হয় অবস্থা ! তখন সমাজ বঞ্চিত সেই ছেলে হয় আত্মহনণ করে বাংলাদেশের আত্মহত্যার হার বাড়িয়ে নতুন একটা রেকর্ড গড়তে সাহায্য করবে না হয় সন্ত্রাসী হয়ে দেশের গুপ্তহত্যা আরও বাড়িয়ে এবং র্যাবকে ক্রস ফায়ার এর সুযোগ করে দিয়ে মানবাধিকার কর্মীদের মহামূল্যবান প্রতিবেদন প্রকাশ করতে সাহায্য করবে !!
অনেকেই হতো যুদ্ধ করে বেঁচে থাকার তাগিদে অনেক ভাল কিছু করে নিজেদের সাবলম্বী করার চেষ্টা করছে , কিন্তু সেখানেও নান রকম বাধা বিপত্তি ! যাবে কোথায় এই মানুষ গুলো !!!
প্রধানমন্ত্রী জাতীর উদ্দ্যেশ্য ভাষন দিয়ে বললেন ১০০ টাকায় দশ কেজি চাউল পাওয়া যায় বাজারে । কিন্তু উনি কোন বাজার থেকে এই দরে চাউল কিনেছেন তা তো উল্লেখ করেনি !
শুধু চাউল কেন , কৃষি প্রধান দেশের কৃষিকাজের উপকরণের দামও বেড়ে যাচ্ছে সমানতালে । বিদ্যুৎ এর ঘাটতিতে দাম যেমন বাড়ছে তেমনি গরীব কৃষকদেরও ফসল উৎপাদনের খরচ বাড়ছে তাদের ফসলের দামের চেয়ে দু/তিন বেশি ! আবার তেলের দামও চরমে বাড়ছে প্রতি মাসেই ! সেই ক্ষেত্রে তেল চালিতো সেচ যন্ত্রও ব্যাবহার করা কষ্টসাধ্য হয়ে পড়েছে ।
আবার যে কৃষকরা নদীর পানি দিয়ে ফসল ফলানোর কাজ করতো , তাদের পেটে লাথি ভাল করে মারবার জন্যে ভারত থেকে আসা নদী গুলোতে বাঁধ দিয়ে আরও ওজন বাড়িয়ে নিচ্ছে এক একটা লাথির !
প্রতিদিন পথেঘাটে নদী নালায় লাশ পাওয়া যাচ্ছে নানা রঙ এর মানুষের । আবার অনেকেই নিঁখোজ হয়ে গেছে কিন্তু কোন হদিস পাওয়া যায়নি আজ পর্যন্ত ! তাছাড়া অপহরন করে তাকা পয়সার ব্যাপার তো আছেই !!
মেয়েদের এক অন্য উচ্চাতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা ! সব কিছুতেই অনেক বেশি বেশি অধিকার দিচ্ছে তাদের । আধুনিকতার লেবাস জড়ানো হচ্ছে ! কিন্তু এই অধিকার আর আধুনিকতার লেবাসের আড়ালে তাদের কাপড় খুলে বেশ্যা বানিয়ে ছাড়ছে সে কথা তো ঐ মাথামোটা নারী জাতি বুঝবে না ! কিছু বললেই তো রাগেমেগে আগুন !!
তাছাড়া বর্তামানে নারীসমাজের উপর অত্যাচার অবিচার চলছেই ! ধর্ষন এসিড নিক্ষেপ এমনকি তাদের নির্বুদ্ধিতার সুযোগ নিয়ে পরকিয়াও চলছে আরালে আবডালে !!!
মুক্তিযুদ্ধ হয়েছে তিন যুগেরও বেশি আগে , অথচ সেই সময়ের অপরাধীদের আজও লালণপালণ করছে এদেশ ও এদেশের নিমকহারাম মানুষ !! তাদের বিচার তো সেই চল্লিশ বছর আগেই করা উচিৎ ছিলো !! কারা অপরাধী ছিলো তা তো সেই সময়ের মানুষেরাই ভাল জানতো ও চিনতো !!!
আমরা বাঙালীরা সব থেকে নিরল্জ্জ বেহায়া জাতি ! আমাদের চামড়া গন্ডারের চেয়েও শক্ত । আমরা অপমান হজম করার জন্যে প্রান হজম ক্যান্ডি খায় আর প্রিজারভেটিভ দিয়ে রাখি !
আমরা সবাই খারাপ আমাদের এই খারাপ রাজত্ব্যে !!!!
পাগলের মতো কি লিখলাম কি বললাম জানি না ! ... তবে দোয়া করি সবার জন্যে যেন সবার জীবন
ফুলের মত সুন্দর ও স্বাভাবিক হোক !! { আমিন } !!