একেলা এ অবেলায়
ভাবি বসে বসে...
এ বছরও চলে গেল
বার মাস শেষে ....
আমিও যে চলে যাব
সময়ের দাবী ...
সে বেলায় ডাকলে কি
তোরা কেউ সাথে যাবি ..???
আজ আমার জন্মদিন ! কাল রাত ১২টা ১মিনিট থেকেই শুভাকাঙ্খীদের অনবরত শুভেচ্ছায় ভিজে আমি শিক্ত । যার কারণে কাশিটা আবার বেড়ে গেছে !!
এই বছরটা আমার জীবনের সব থেকে সরণীয় বছর গুলোর একটি হয়ে থাকবে ! কারণ এই বছরেই সুমন্টোগ্রাফার তার ভাই এর হাত ধরে হাটতে শিখেছে ! তারপর গুটি গুটি পায়ে এক অন্য জগৎএর প্রবেশ দ্বারে কড়া নাড়তে প্রস্তুতি নিচ্ছে !! এছাড়াও আরো অনেক প্রাপ্তি যোগ হয়েছে ভাগ্যের ঝুলিতে !!
আর সেই প্রাপ্তি গুলোর অন্যতম একটি হলো অর্ধশতাধিক ব্লগারে সাথে পরিচিত হওয়া এবং আড্ডা দেওয়া !
কিন্তু যে বছরটাকে সবাই খুব ঘটা করে বিদায় দিতে যাচ্ছে , সেই বছরের ঠিক শেষ মূহুর্ত্বে দমকা হাওয়ার মত কিছু দুঃসংবাদ এসে এলোমেলো করে দিলো সব কিছু !! যে চাপ থেকে নিজেকে বারবার মুক্ত করতে চেয়েও পারিনি সেই চাপ আমাকে আবার বুঝিয়ে দিলো ব্যার্থতার গ্লাণী কত মধুর হয় !! তবে সব কিছুর জন্যে আমি আমরা এবং আমাদের এই মন দায়ী !! নতুন করে যে সমস্যার সাগরে পতিত হলাম সেখান থেকে সাতরে আমাকে একাই কুলে উঠতে এবং সেই সাথে আরও কয়েকজন মানুষকে যারা এই মূহুর্ত্বে আমার বুদ্ধি ও বুদ্ধিজাত শক্তির দিকে তাকিয়ে আছে !
আল্লাহ তুমি আমাকে একটু ধর্য্য ধারণ করার শক্তি দিও ! তাহলেই হয়তো আমি বিজয়ের হাসি হাসতে পারবো ।
প্রাপ্তি আর অপ্রাপ্তির গল্প লিখে শেষ করা যাবে না । কারণ ১২টা মাসের এই লম্বা সফরে অনেক কিছুই পেয়েছি আবার কিছু পেয়ে হারিয়েছি আবার কিছু না পেয়েও তরা প্রতি আশা হারিয়েছি ! তাই সেই সব ফেলে আসা কথা ভেবে মন খারাপ না করে নতুন যে আসছে তাকে নিয়ে ভাবার মধ্যের অভিষ্যতের সফলতা নির্ভর করবে !
আপনাদের সবার উদ্দেশ্য নববর্ষের এই আনন্দঘন মুহুর্ত্বে আপনাদের অনেকের প্রিয় সুমন্টোগ্রাফির কিছু নতুন ছবি উৎসর্গ করছি !! .......
জানালার ওপাশে ,,
রৌদ্দুর যদি হাসে ,,
খুজে দেখো সে আলোয় ,,
আমি আছি মিশে ,,
অনুভবে সারাক্ষন ,,
তোমারই পাশে !!
পথের ধারে পড়ে থাকা অতিক্ষুদ্র ফুল !! সে এখন মৃত !! তবুও সৌন্দর্য্য বিলাতে এতটুকু কার্পণ্য নেই !
"The Earth Laughs in Flowers."
"When the flower blooms, the bees come uninvited."
"The flowers take the tears of weeping night and give them to the sun for day's delight."
"There is material enough in a single flower for the ornament of a score of cathedrals."
আপনারা সবাই আমার জন্যে দোয়া করবেন !!
যাবার বেলায় সবার উদ্দেশ্যে একটি কথা ! ......... " নতুন বছরে এমন কিছু করুন যেটাতে আপনার ও আপনার চারপাশের মানুষ ও প্রকৃতি তথা এই সমস্যা জর্জরিত দেশের মঙ্গল সাধিত হয় ! "
ধন্যবাদ !!! হ্যাপি ইউ ইয়ার !!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১১ রাত ১০:৫৬