প্রিয় ব্লগার বন্ধুগণ,
কেমন আছেন আপনারা। আপনাদের দোয়ায় আমি ভাল আছি।
আজ আমি আপনাদের শোনাব এক বাটপার, ধান্ধাবাজের কাহিনী। যে ধান্ধাবাজ খুব সুচতুরভাবে চেষ্টা করেছিল আমার বিকাশ একাউন্ট থেকে সব টাকা হাতিয়ে নিতে। কিন্তু শেষ পর্যন্ত সে সফল হয়নি। আজ (18/04/2016) দূপুর ঠিক ২টার সময় আমার মোবাইলে একটা রবি নাম্বার (০১৮২৮২৪৬৪১৫) থেকে কল আসে। কলার আমাকে বলে- “আপনার বিকাশ একাউন্টে আমার একটা নাম্বার টাকা চলে যায়। দ্যাখেন ম্যাসেজ গেছে। আমার শেষ নাম্বার 189। আমার টাকাটা পাঠিয়ে দেন।
আমি বলি- কই নাতো! আমার মোবাইলে তো কোন ম্যাসেজ আসে নাই। আচ্ছা আমি দেখছি যদি আপনার টাকা আমার বিকাশ একাউন্টে আসে, আমি পাঠিয়ে দেবো, আপনি কোন চিন্তা করবেন না। এই বলে আমি লাইন কেটে দিই।
তারপর আমি আমার ম্যাসেজ বক্স চেক করে দেখি বিকাশ থেকে কোন ম্যাসেজই আসে নাই। এরপর আমি আমার বিকাশ ব্যালেন্স চেক করে দেখি একাউন্টে কোন টাকাও যোগ হয়নি। যে নাম্বার থেকে মোবাইল এসেছিল তার ছবি তুলে নিচে দেওয়া হল-
আমি এবার তাকে ফোন দেই-
“কই ভাই কোন ম্যাসেজ তো আসে নাই, আমার একাউন্ট চেক করে দেখেছি কোন টাকাও যোগ হয়নি। তারপর ঐ ব্যাটা আমাকে বলে আচ্ছা আপনে ভালো করে চেক করেন। দ্যাখেন ম্যাসেজ গেছে।
আমি বলি- না কোন ম্যাসেজ আসে নাই আমার একাউন্টে কোন টাকাও যোগ হয়নি। আপনি মনে হয় কোথাও কোন ভুল করছেন, অন্য কোন নাম্বারে যেতে পারে, আমার নাম্বারে আসে নাই।
তারপর ঐ ব্যাটা আমাকে বললো- আপনি কি আপনার বিকাশ ক্যাশ চেক করে দ্যাখছেন? আমি বলি- হা দেখছি।
তারপর বললো- আপনার একাউন্টে এখন কত টাকা দ্যাখছেন?
আর তখনই আমি বলে ফেলি আমার ৩,১০৮ টাকা দেখছি সকাল বেলা। এখনো সেই পরিমাণ টাকাই জমা আছে। এটা বলার পরেই সে-
সে দ্যাখেন দ্যাখেন ম্যাসেজ গেছে বলে লাইন কেটে দেয়।
এর খানিক পরেই সত্যি সত্যিই আমার মোবাইলে বিকাশ থেকে একটা ম্যাসেজ আসে।
তাতে লেখা- Cash In Tk. 3,060.00 from 01753110189 successful. Fee Tk 0.00. Balance Tk 6,186.57. TrxID 4579761622 at 19/04/2016 14:07
From: bKasrh
18/04/2016
09:09AM
নিচে আমার মোবাইলে আসা ম্যাসেজ এর ছবি তুলে দিলাম।
এই ম্যাসেজটা দেখার পর আমি মনে করেছিলাম, এবার মনে হয় ঠিকই টাকা আসছে। আমি কিন্তু তারপরও আমার বিকাশ একাউন্ট চেক করি। একাউন্ট দেখে তো আমি অবাক, একাউন্টে কোন টাকাই যোগ হয়নি। আগের সমপরিমাণ টাকাই আছে। আমি চিন্তা করতে থাকি, ম্যাসেজ তো ঠিকই আসলো কিন্তু কোন টাকা যোগ হয়নি কেন! ততক্ষণে আবার ফোন-
“ভাই দ্যাখেন, ম্যাসেজ গেছে আপনার মোবাইলে, দ্যাখেন দ্যাখেন। ভুল করে চলে গেছে দ্যাখেন ভাই, আমার টাকাটা পাঠাই দেন ইত্যাদি ইত্যাদি।
আমি বলি- আমি দেখতাছি কোন টাকা আসছে কিনা, চেক করে আপনাকে জানাচ্ছি। এই বলে আমি লাইন কেটে দিই। তারপর আমি আবার আমার বিকাশ ব্যালেন্স চেক করি। দেখি সেই আগের টাকাই আছে, একাউন্টে টাকার পরিমাণ বাড়েনি। তখন আমি ম্যাসেজটা আবার ওপেন করে ভালো করে লক্ষ্য করি- এটা আসলে bKash থেকে আসে নাই। এটা এসেছে bKasrh থেকে। বিকাশ থেকে কোন ম্যাসেজ আসলে লেখা থাকে bKash. আর এখানে ম্যাসেজ এসেছে bKasrh থেকে। ঐ ধান্ধাবাজ bKash এর s এর পর একটা r লাগিয়ে দিয়ে কোনভাবে হয়তোবা কোন থার্ডপার্টি সফটওয়্যারের মাধ্যমে এই ম্যাসেজটা পাঠিয়েছে। তখন আর আমার পুরো ব্যাপারটা বুঝতে অসুবিধা হল না। ধান্ধাবাজের ধান্ধাবাজি আমার কাছে স্পষ্ট হয়ে যায়। সাথে সাথে আমি ঐ ব্যাটারে ফোন করি। সেই অবস্থায় যথেষ্ট চেষ্টা করেও আমি আমার ম্যাজাজ পুরোপুরি স্বাভাবাবিক রাখতে পারি নাই। রাতগ স্বরে বলি তোমার টাকা এসেছে। আমি তোমাকে নগদ টাকা পরিশোধ করতে চাই। কোন জায়গায় আসতে হবে বল। টাকা তুমি অবশ্যই পাবে, পুরো টাকা পাবে, বল কোথায় আসতে হবে। আমার রাগ রাগ ভাব দেখে বেটা বুঝতে পেরে আমার সাথে অশোভন আচরণ করে লাইন কেটে দেয়। সেই থেকে আর তার ফোনে কল যায় না।
প্রিয় ব্লগার বন্ধুগণ, দুনিয়া জোড়া চোর-বাটপার-ধান্ধাবাজের অভাব নেই। পৃথিবীর সব দেশেই কম-বেশি ধান্ধাবাজ আছে। তবে আমাদের দেশে মনে হয় একটু বেশিই!! প্রয়োজন আমাদের সবার সচেতনতা। আমরা যদি একটুখানি সচেতন হই তাহলে চোর-বাটপাররা অনেকটাই রুখে যাবে। অবশ্য চোর-বাটপারদের দমনে রাষ্ট্র ব্যবস্থার ভূমি অনেক বেশি। আশা করি এ ব্যপারে আমাদের সরকার এগিয়ে আসবেন, যেন দেশের সুনাগরিক হিসাবে আমরা সম্মানের সহিত বাঁচতে পারি। আমাদের পরস্পর সম্মিলিত প্রচেষ্টা, সচেতনতা, বিচার-বুদ্ধি, সততা আমাদের চলার পথকে করবে আরো সহজ ও সুন্দরতম। সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৪