প্রিয় ব্লগার বন্ধুগণ,
কেমন আছেন আপনারা। নিশ্চয়ই ভালো আছেন।
আমি প্রায় দুই মাস যাবৎ এ মার্কেট, ও মার্কেট ঘুরছি একখান ডিএসএলআর ক্যামেরা কেনার জন্য। আমার বাজেটের মধ্যে ক্যানন ও নাইকনের কয়েকটা মডেল সিলেক্ট করেছি। কিন্তু ঠিক বুঝে উঠতে পারছি না কোনটা নিলে ভালো।
আমার প্রথম পছন্দ-
1. Canon EOS 700D with 18-55mm IS STR
2. Nikon D3300 With 18-55mm VR II
3. Nikon D5300 With 18-55mm VR II
বিভিন্ন মার্কেটে ক্যামেরাগুলো বিভিন্ন দাম চেয়েছে। একই ক্যামেরার ভিন্ন ভিন্ন মার্কেটে দামের বিস্তর ফারাক। এমনটা কেন হয় বুঝতে পারি না।
Canon EOS 700D ষ্টেডিয়াম মার্কেটে দাম চেয়েছে 37500/-, বসুন্ধরায় 38500/-, আর আইডিবি’র জে. এ. এন. এসোসিয়েট এ চেয়েছে 48000/- টাকা।
Nikon D3300 ষ্টেডিয়ামে 31500/-, বসুন্ধরা সিটিতে 32000/-, আর আইডিবি ফ্লোরায় 38000/-।
Nikon D5300 যথাক্রমে 43000/-, 45000/-, 52500/- দাম চেয়েছে।
এখানে দেখা যায় আডিবিতে দাম অনেক বেশী। বাকী যায়গায় প্রায় সমান। অবশ্য আইডিবির বিক্রেতারা (ফ্লোরা ও জান এসো.) হল নাইকন আর ক্যাননের ইমপোর্টার। অরিজিনাল ইমপোর্টার ছাড়া অন্যদের কাছ থেকে নিলে গুণগত মানে কোন হেরফের হবার সম্ভাবনা আছে কিনা।
আমার সর্বোচ্চ বাজেট 42000/- টাকা। পকেটের বর্তমান অবস্থায় এর চেয়ে বাড়ানো সম্ভব হচ্ছে না। আর ওদিকে ঘুরতে ঘুরতে তো অনেক হলো, আর কতো দেরী করবো। এবার ক্যামেরা চাই।
ক্যামেরা বিষয়ে অভিজ্ঞ ভাইয়েরা আমাকে হেল্প করলে উপকৃত হতাম। সকলের মতামত আশা করি। ভালো থাকবেন। ধন্যবাদ
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৭