সোজা কথায় বলি। আমি একজন মুসলিম। আপনি যে কোন ধর্মের হতে পারেন। আপনি যদি আমাকে আপনার ধর্মে দাওয়াত দিতে চান তাহলে আপনার ধর্মের গুনকীর্তনের মাধ্যমে, আপনার ধর্মের মহিমা বর্ণনা করার মাধ্যমে আমাকে দাওয়াত দিন। কি কি কারনে আপনার ধর্ম ভালো তা বলুন। কিন্তু আমার ধর্মকে দয়া করে আক্রমন করবেন না।
একইভাবে যারা মুসলিম আছেন, তারা অন্যকে ইসলাম ধর্মে দাওয়াত দিতে চাইলে ইসলামের গুনকীর্তন ও মহিমা বর্ণনার মাধ্যমে দাওয়াত দিন। অন্য ধর্মকে কটাক্ষ করে নয়।
কেউ কারো ধর্মকে কটাক্ষ করবেন না প্লিজ। কারো ধর্মীয় নবী-রাসুল, দেব-দেবীকে কটাক্ষ করবেন না প্লিজ।
আর যারা অবিশ্বাসী, তারা নিশ্চয় কিছু একটা বুঝেই অবিশ্বাসী হয়েছেন। আপনার বুঝ আপনার মাঝেই রাখুন। অন্যকে বোঝানোর চেষ্টা করবেন না। গালিগালাজ ও কটাক্ষ বন্ধ করুন।
অসাম্প্রদায়িকতা মানে সকল ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান। অসাম্প্রদায়িকতা মানে সংখ্যাগুরু হয়ে সংখ্যালঘুকে আক্রমন বা কটাক্ষ নয়। আবার অসাম্প্রদায়িকতা মানে সংখ্যালঘু হয়ে সংখ্যাগুরুকে আক্রমন বা কটাক্ষ নয়।
নাস্তিকতা আস্তিকতা নিয়ে বেশী বাড়াবাড়ি মনে হচ্ছে। দয়া করে লিমিট ক্রস করবেন না। বেশী দেরী হয়ে যাবার আগেই আপনার লাগাম টেনে ধরুন। সুস্থ মানসিকতার পরিচয় দিন।
ধন্যবাদ