I miss being rude to people!
কাছের বন্ধুটার সাথে ছোট বিষয়টা নিয়ে তুমুল ঝগড়া লেগে যেত। সাথে কিছু বেফাঁস গালাগালি; ব্যস, হয়ে গেল! মারামারির পর্যায়ে চলে যাওয়া বিষয়টা দুইদিন পরেই কিভাবে যেন "নাই" হয়ে যেত। ফিরে আসাটা কত সহজ ছিল একসময়.....
এখন আর কারো সাথে rude হওয়া যায় না, ঝগড়া বাঁধানো যায় না। ভয় করে; people don't come back anymore! জানি না কেন; may be that's something "maturity" does to people?
Well, good for them.......
I miss forgiving people.......
পরীক্ষার হলে শেষ পাঁচ মিনিটে ডাক দিলেও তাদের সাড়া না দেয়া, অথবা important মানুষটার সামনে তাদের উল্টাপাল্টা কিছু বলে বসা; the definition of "evil" was so different from now!
তারপর এক হাজারবারের sorry......
দুইদিন রাগ করে বসে থাকা যেত। তৃতীয় দিন মনে হতো, "কি আর এমন, বন্ধুই তো"! ফিরে যাওয়াটা কত সহজই না ছিল একসময়!
এখন আর চাইলেও ক্ষমা করা যায় না। চাইতেই আসে না কেউ! ভুল করে যদি দেখা হয়েই যায়, মুখ ঘুরিয়ে নেয়া হয় এক ঝটকায়। কথা-বার্তা বন্ধ করে একটা unnecessary awkwardness তৈরি করা। জানি না কেন, may be that's something "maturity" does to people?
Well, good for them too......
Forgetting people.....
That's something I've always tried to achieve......
That's something I've always failed to do........
ভালোবেসে যে কোনোদিন শার্ট কিনে দিয়েছিল, তার কথা মনে পড়ে। ভালোবেসে সাধা গোলাপ যে তাচ্ছিল্য ভরে ফিরিয়ে দিয়েছিল, মনে পড়ে তার কথাও।
হেডস্যারের কাছে বিচার দিয়ে যে ছেলেটা বিপদে ফেলে দিয়েছিল, তার কথা মনে পড়ে। নিজেকে বিপদে ঠেলে যে ছেলেটা বাঁচিয়ে এনেছিল, তার কথা মনে পড়ে।
কলেজের প্রথমদিকটায় যাদের সাথে খুব বেশি SMS চালাচালি হতো, তাদের কথা মনে পড়ে। কলেজের শেষের দিকটায় যাদের সাথে টঙ-এ বসে ঘণ্টা কাটিয়ে দিতাম, তাদের কথা মনে পড়ে......
আমার সবার কথা মনে আছে।
আমার মাঝে যে মানুষটা নতুন "ইমু" খুঁজে পেয়েছিল, তার কথা মনে আছে।
নতুন কোনো "রাতুল"-কে পেয়ে যে মানুষটা আমাকে ভুলে গেল, তার কথাও মনে আছে।
মাথাটা খুব ব্যথা করে ইদানিং।
কিছু মানুষকে ভুলে যেতে ইচ্ছা করে।
কিছু মানুষকে ভুলে যাওয়া দরকার; খুব দরকার!
.
.
.
.
.
.
.
.
বাবার ট্রান্সফারের চাকরী ছিল। কতবার যে শহর বদলেছি, কত বন্ধুকে ছেড়ে এসেছি, হঠাৎ করে ভাবতে গেলে মনেও করা যায় না। মাথার মধ্যে তাই এই প্রশ্নটা সবসময়ই ঘুরপাক খায়, "Have they forgotten me? তাদের জীবনে কি আমার প্রয়োজন ফুরিয়ে গেছে চিরদিনের জন্য?"
জীবনের পথে চলতে চলতে উত্তর পেয়ে যাই, sometimes the answer is "Yes"......
That kind of breaks my heart!
কত ঝগড়াঝাঁটি, গালাগালি, কোলাকুলির গল্প!
কত কান্না-হাসি, "ভালোবাসি", কাছে আসার গল্প!
ভুলে যাওয়া যায়....... কত সহজ ভুলে যাওয়া!
আমি ভুলতে পারি না; চাইও না হয়ত!
কত বছরের গল্প জুড়ে আমার জীবন গড়া। গল্পগুলো নিয়ে গেলে, আমি কি আর বেঁচে থাকব? গল্পগুলো ভুলে গেলে, আমি কি আর "আমি" থাকব?
May be forgetting people, wasn't such a good idea........
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ দুপুর ১২:৫৫