জানালার ঠিক পাশের সিটটায় বসে আছি। কানে গোঁজা হেডফোনে ধীর তালের গান এলে বাইরে তাকিয়ে নিজেকে কোনো মিউজিক ভিডিওতে কল্পনা করতে ইচ্ছে হয়।
আচ্ছা, জীবনটা যদি সত্যিই সিনেমা হতো.......
বড়রা বলতেন, "Good things happen to good people";
"Good things" never happen to me!
তবে কি এতদিন ধরে রপ্ত করা শিক্ষা ভুল? নাকি নিজেকে যতটা ভালো মানুষ ভেবেছিলাম, আদতে আমি ততটা ভালোও নই?
নিজেকে খারাপ মানুষ ভাবাটা কষ্টের। কেউ কি পারেও ভাবতে? সম্ভব সেটা?
"খারাপ মানুষদের তো বন্ধু থাকে না। আমার তো বন্ধু আছে......" (হয়ত; থাকবে ক'জন, কে জানে? গুনে দেখেছিলাম একবার, আমার হারিয়ে যাওয়া বন্ধুর সংখ্যা প্রচুর!)
"খারাপ মানুষগুলোকে নিয়ে কেউ কেয়ার করে না, ভালোবাসে না। আমাকে নিয়ে কেয়ার করার তো মানুষ আছে......" (হয়ত; অবশ্য এর মধ্যে ভণিতা মিশে থাকবার সম্ভাবনাই উড়িয়ে দিই কিভাবে?)
"খারাপ মানুষেরা তো ভালোবাসতে জানে না। আমি তো ভালোও বেসেছি......." (হয়ত; হয়ত যতটা দিতে পারতাম, ততটা নয়। হয়ত যতটা প্রয়োজন ছিল, যতটা চাহিদা ছিল, ততটা নয়।)
"নাহ, আমি খারাপ মানুষ নই....."
নিজেকে বোঝাবার চেষ্টা করি। প্রত্যেকটা সান্ত্বনার উত্তরের পাশে "হয়ত" শব্দটাও বসছে হয়ত, বসাতে হয়। লেন্সের চশমা চোখে কেবল অবাস্তব বিম্বই তৈরি করতে জানে। যা দেখছি, তার সব সত্য নয়, জানি। যা দেখছি, তার সব বিশ্বাস করতে হয় না, জানি।
বাস নিজ গতিতে এগিয়ে চলে যায়। সময়মত প্লে-লিস্টের গানও যায় বদলে। আমি নিজ ভাবনায় আটকে পড়ে থাকি।
আচ্ছা, জীবনটা যদি সত্যিই সিনেমা হত?
Happy ending-টার দেখা কি পাওয়া যেত? হয়ত দেখা যেত ছবির সবগুলো ভুল দৃশ্যগুলোয় আটকে পড়ে আছি।
আচ্ছা Fairytale আর Happy ending-এর স্বপ্ন দেখি না কেন?
মাথার ভেতর কোনো এক কণ্ঠস্বর বিড়বিড় করে বলতে থাকে,
"You're not a hero, dummy; you're a villain.
Villains don't have happy endings......"
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ বিকাল ৪:৪০