উঁচু দালানটার ছাদে দাঁড়িয়ে নিচে তাকাতে ভয় করে। আমার ওড়ার স্বপ্ন সত্যি হলো না আজও। "Grounded in reality"; আমার আজন্ম স্ট্যাটাস! মানুষগুলোর ভিড়ের মধ্যে পড়লে আজকাল অস্বস্তি হয়, কেমন জানি দম বন্ধ হয়ে আসে। মনে মনে বলি, "Clustrophobia-র symptom"; দমে যাই একেবারে। আরও একটা phobea কপালে জুটল?
আসলেই কি Clustrophobia আছে?
Clustrophobia কি আসলেই এরকম হয়?
আমার কিন্তু মানুষের সাথে থাকতে একদমই খারাপ লাগে না! জেগে থাকা সময়টুকু কারো না কারো হাত ধরে বসে থাকতেই ইচ্ছে করে।
ঘুমাতে গেলে কেন জানি কেবল একা একা আকাশে উড়বার স্বপ্ন দেখি।
স্বপ্নগুলো সুন্দর হয়!
আচ্ছা, একাকিত্বও কি সুন্দর?
আজকাল একাকিত্ব জোটানো মুশকিল। হেডফোন কানে গুঁজে একাকিত্বের একটা ইল্যুশন তৈরি করা যায় কেবল। আপাতত ওইটেই ভরসা.......
দশ মিনিট পকেটে থেকে এক ঘণ্টা নষ্ট করার মত জট কেবল হেডফোনেই পাকাইতে পারে।
হেডফোনেরেই মানায়!
আর হ্যাঁ,
একাকিত্বও সুন্দর......!
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:২২