আজো যারা শাহবাগে ঘুরে লাল কৃষ্ণচূড়া গায়ে জড়িয়ে, আর লাল গোলাপ ঠোঁটে মেখে।
সেদিনও তারা লাল হয়েছিল তবে বিদ্রোহ আর প্রতিবাদের খুনে।
আজো যারা ভালোবেসে ভ্যালেন্টাইন রাজপথে রঙিন ছুটে চলে।
সেদিনও তারা ছুটেছিল তবে রঙিন হয়েছিল রক্তে ভিজে মুক্তির আন্দোলনে।
৮৩’র সেই চৌদ্দে সেদিনও যারা পুলিশের গুলিতে হয়েছিলো ঝাঁঝরা
তারা অমর জাফর, আইয়ুব, ফারুক, জয়নাল, দীপালি সাহারা
আজো তাদের সহচর অশ্রু দ্রোহ ভুলে সব, কেবল উদ্যানে দিশেহারা।
ফিরে এসো দীপালি আজো বদ্বীপের এরশাদময়ী খরা কাটেনি কভু
আজো যুবার দল মিথ্যে প্রণয়ে ভণ্ড শাসক ত্রাতাকে মানছে প্রভু।
ভোরের কাগজে প্রকাশের লিংক Click This Link
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৮