টিপাইমুখি বাঁধ নিয়ে দেশ এক ভয়াবহ বিপদের মুখোমুখি।
এই বাঁধের ভয়াবহতা ও ক্ষতিকারক ভূমিকার কথা ইতোমধ্যেই বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের বিশ্বাসমতো এ ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছে। কিন্তু যারা প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের বুদ্ধিজীবী বলে নিজেদের দাবী করেন তারা বিস্ময়করভাবে নীরব ভূমিকা পালন করছেন। ভারতের প্রতি তাদের আনুগত্য আওয়ামী লীগের বিক্রি হয়ে যাওয়া মন্ত্রীদের চেয়েও বেশি।
অন্য অনেক বিষয়েই অতি তৎপর থাকে গাফফার চৌধুরী ও জাফর ইকবাল জাতীয় বুদ্ধিজীবীরা। মুক্তিযুদ্ধ ও প্রগতির কথা বলে জাতিকে বিভক্ত ও পরষ্পরের প্রতি বিদ্বেষপরায়ন করতে এদের জুড়ি নেই। কিন্তু দেশের এতবড় বিপদের মুখে তারা নিরব। বাংলাদেশ নয় ভারতের স্বার্থই তাদের কাছে মুখ্য।
এসব বুদ্ধিজীবীদের কোন ভাবেই কি দেশ প্রেমিক বুদ্ধিজীবী বলা যায়?
এদের কোন ভাবেই কি স্বাধীনতরা পক্ষের মানুষ ভাবা যায়?
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০০৯ রাত ২:১৭