সোডিয়াম বাতির নিচে হে পথিক..
আগুন মুখো নদীর সাথে সান্ধাগ্নিকে যাব
জল চরাচর এই পুবমুখো নীলে
মুছে গেছে সূর্যাস্তের রঙ
শহরের নাভি চিরে যে আদল দাড়িয়েছে
পণ করেছি তার সাথে সংগমে
তোমার গুলি জানি ভেদ করতে পারে দেহ
রক্তাক্ত আমি থুবরে পড়তে পারি পথে
তবুও হাত বাড়িয়েছি
সামনে যাব...
সামনে, নির্বাপিত সময়ের গ্রন্থি হাতে
মাথা কামানো ভিক্ষুরা যে পথে হেটে গেছে
মহা মুক্তির মন্ত্রনায়
ছুয়ে ফেলে কি অবাক নীল আগুন
দক্ষিণের সাদা সমুদ্রের
জানি সময় সমাগত
ভ্যাটিক্যানের দীর্ঘ পাচিল টপকে আসছে
ঘন্টাধ্বনির মৃদু টুং টাং
সামনে যাব হে বন্ধু
সামনে যাব....
সর্বশেষ এডিট : ২১ শে মে, ২০১০ সন্ধ্যা ৭:০৬