গত ১৯ ডিসেম্বর মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন পাওয়া এ প্রস্তাবে সোমবার রাষ্ট্রপতি সই করার পর তা অধ্যাদেশ হিসেবে জারি করা হয়েছে।
মন্ত্রিসভায় প্রস্তাব অনুমোদনের দিন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা বলেছিলেন, “চাকরি থেকে অবসরের বয়সসীমা বাড়ানোর বিষয়টি অত্যন্ত জরুরি বলে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির মাধ্যমে এটি কার্যকর হবে।”
বর্তমানে সরকারি চাকরিতে অবসরের বয়সসীমা ৫৭ বছর।
‘দি পাবলিক সার্ভিস (রিটায়ারমেন্ট) অ্যাক্ট-১৯৭৪’ সংশোধনে অনুমোদিত প্রস্তাবটি অনুমোদনের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানোর পর এ অধ্যাদেশ জারি হলো।
অধ্যাদেশ জারির বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব আব্দুস সোবহান সিকদার।
আইন মন্ত্রণালয় এই অধ্যাদেশ জারি করলেও তা বাস্তবায়ন হবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাধ্যমে।
তবে সোমবারের আগে যারা অবসর উত্তর ছুটিতে (পিআরএল) গেছেন, সে সব কর্মকর্তা ও কর্মচারীরা নতুন আইনের সুবিধা পাচ্ছেন না।
কপি মারা এইখান থেকে
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩৩