এই পর্যায়ের আজ আমি বিখ্যাত দার্শনিক এবং চিকিৎসা বিজ্ঞানী মোহাম্মদ (নুহ) ইবনে যাকারিয়া ওরফে আবু বকর আল-রাজীর (৮৬৫ - ৯২৫ খৃষ্টাব্দ) ইশ্বর বিশ্বাস আলোচনা করব। বিজ্ঞান এবং দর্শনে আল-রাজীর অবদান সম্পর্কে আমার মনে বিন্দুমাত্র সন্দেহ নাই। তাই আমি সময় ক্ষেপণ না করে সরাসরি ওনার ইশ্বর বিশ্বাস প্রসঙ্গে চলে যাব। তবে যাবার আগে দূর্জনেরা যাতে বদনাম না করতে পারে তার জন্য আল-রাজী আদতেই কেমনতর মুসলিম বিজ্ঞানী এবং দার্শণিক ছিলেন সেটার কিছু নমুনা দেখা যাক।
বাঙলাদেশের বহুল প্রচারিত দৈনিক পত্রিকা জনকন্ঠের শিক্ষা বিষয়ক শিক্ষা সাগর পাতাটির ইসলাম শিক্ষা অংশের দশম শ্র্বেণীর জীবন দর্শন অধ্যায়ের কয়েকটি প্রশ্ন এবং উত্তর এখানে তুলে ধরলাম। [১]
অধ্যায় : ৫
জীবনদর্শন
১২. সর্বশ্রেষ্ঠ মুসলিম চিকিৎসাবিজ্ঞানী কে?
ক. জারীর তাবারী চখ. আবু বকর আল রাজী গ. আলী তাবারী ঘ. ইবনে বতুতা
১৩. কোন মুসলিম চিকিৎসাবিজ্ঞানী গ্রিকদের চেয়েও উন্নত পন্থায় অস্ত্রোপচার করতেন?
ক. ইবনে সিনা চখ. আবু বকর আল রাজী গ. আলী তাবারী ঘ. ওমর খইয়াম
এখন দেখা যাক এই বিশিষ্ট সর্বশ্রেষ্ঠ মুসলিম চিকিৎসা বিজ্ঞানীর ইশ্বর ভাবনা আসলে কি ছিলো। আল রাজী তার পূর্বসূরী আল-কিন্দী এবং উত্তরসূরী ইবনে সিনার মত গ্রীক দর্শনেও অত্যন্ত ব্যুৎপত্তি অর্জন করেছিলেন। তবে তিনি তাদের মত গ্রীক দর্শন এবং ইসলাম ধর্মের সংমিশ্রণ ঘটানোর কোন প্রচেষ্টাই চালান নাই। তার কাছে এই দুইটি বিষয় ছিলো তেল আর জলের মত যাহাদের মধ্যে মিলন ঘটানো সম্ভব নয়। বস্তুতঃ পক্ষে তিনি ছিলেন একজন সংস্কারবাদী চিন্তাবিদ, একজন যুক্তিবাদী মানুষ যিনি কিনা নবুয়তের সকল ধারণাই বাতিল করে দিয়েছিলেন। কোরাণের বিভিন্ন অন্ধ বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছেন এবং ধর্মতত্বকে দর্শনের নীচে অবস্হান দিয়েছিলেন। [২] আল রাজী যীশূ এবং মুহাম্মাদ সহ সকল নবী রাসূলকে ভন্ড বলে মনে করতেন। যে কোন ধর্মতত্ব তার কাছে ছিলো বিবেচনার অযোগ্য। ইশ্বর শুন্য থেকে সকল কিছু সৃষ্টি করিয়াছেন এটা তিনি মানতেন না। [৩]
তিনি দর্শন ছাড়াও ধর্ম বিষয়ক তিনটি বই লিখেছিলেন যে বইগুলির টাইটেল দেখলে হাল আমলের হুমায়ূন আজাদ, তসলিমা নাসরিন এমনকি সালমান রুশদীও লজ্বায় মুখ ঢাকবে এবং আশায় বুক বাধবে ভবিষ্যত প্রজন্ম তাহাদের বিশিষ্ট মুসলিম চিন্তাবিদ হিসাবে হয়ত একদিন স্বীকৃতি দিবে। আল রাজীর লিখিত বইগুলির নাম হলঃ [৪]
১) The Prophets' Fraudulent Tricks - ‘নবীর ভন্ড চাতুরি’
২) The Stratagems of Those Who Claim to Be Prophets - ‘নবীর দাবিওয়ালাদের ছল চাতুরি
৩) On the Refutation of Revealed Religions ‘প্রত্যাদিস্ট ধর্মসমূহ খন্ডন প্রসঙ্গে’
পরবর্তী পর্বগুলিতে যাহারা থাকিবেন: ইবনে সিনা, আবু রুশদ, আল কিন্দী, আল ফারাবী, ওমর খৈয়াম প্রমুখ। পোস্টে বোল্ড এবং আন্ডারলাইন করা কথাগুলি বিভিন্ন সময়ে কয়েকজন ব্লগারের পোস্ট থেকে নেয়া।
সূত্র:
[১] জনকন্ঠ
[২] Islam: A way of life By Phillip K. Hitti (page 115)
[৩] Ibid (page 125)
[৪] Razi’s Books on Religin (from Wiki)