১.
দিদি সমাজের বুকে লাথি মারুন
চলে আসুন সন্ধ্যাকালীন নেশার উৎসবে
চলে আসুন আমার পাশে।
এক'শ বছর ধরে সঙ্গমরত থাকব আমরা।
চলে আসুন সুভা,
দেখুন রক্তাক্ত আকাশ।
সামাজিক ধর্ষনে বীভৎস নারীর জারায়ু
যদিও জানি নারীর যোনী আকাশের চেয়েও মহৎ।
২.
আপনি কি জানেন না,
শুধুমাত্র তাদের পূজো করা হয়
যারা সামাজিক মতাদর্শগত ধুলো
ধুয়ে ফেলে রাত্তিরে ঘুমুতে যাবার আগে?
৩.
তাকিয়ে দেখুন দেবী দূর্গার দিকে
যার ভ্রুকুটি কুটিলতায় জন্ম নিয়েছিল "কালী"
যিনি দ্বি খন্ডিত করতেন
সামাজিক অসুরদের মুন্ডু।
এবং সামাজিক স্তন্যপায়ী জীবের
করোটিতে মদ্যপান করে
সমগ্র রাত ঘুমিয়ে থাকতেন রাজনৈতিক নৃত্যে।
৪.
সুতরাং ছুড়ে ফেলুন মিথ্যে পোষাক।
সমাজের তত্ত্বগত বিপত্তির গলা টিপে
পা রাখুন আমার বুকে।
কেননা আমিই আপনার শিব।
ঝেড়ে ফেলুন নিয়মতান্ত্রিক অবর্জনা।
দেবী হয়ে উঠুন,
আমি অঞ্জলী হাতে প্রস্তুত।
৫.
সেদিন এক বিধ্বংস্ত সন্ধ্যায়
যখন শহরের সিকিভাগ লোক
ধর্ষন করছিলো স্ব-স্ত্রীগন'কে
আপনি মহাসমুদ্রের মত উচ্ছ্বল
ভালোবাসা এনেছিলেন আমারমার জন্যে।
আজ সামাজিক বিরুদ্ধতায়
ভুলে যাবেন না এডোনিসকে।
কেননা স্বয়ং মৃত্যুকে অস্বীকার করেছিলেন আফ্রেদিতি।
তার ভালোবাসায় পুনর্বার জাগ্রত হয়েছিলাম আমি।
৬.
টি.এস.সি চত্বরে ব্যার্থতার কাপে চুমুক দিয়ে
আমরা ভাবছিলাম মালালা'র কথা।
যার দাম্ভিক হৃদপিন্ডের রক্তচাপ
হার মানায় যে কোন জলোচ্ছ্বাস-কে।
৭.
আকাশের দিকে তাকান সুভা দি'
অনুভব করুন বাতাস।
তারা কেউ শৃঙ্খলিত নয়।
তারা কেউ পরাধীন নয়।
দাম্ভিক হয়ে উঠুন পাহাড়ের মত।
উচ্ছ্বাসিত হয়ে উঠুন সাগরের মত।
ঝেড়ে ফেলুন সামগ্রিক অপবাদ
পরাধীনতারর কালো হাত।
পাজরাবদ্ধ আগুন ছুড়ে দিন।
সমাজের বার্ধক্যপ্রাপ্ত প্রতিষ্ঠানে।
আর লাথি মারুন সমাজের বুকে।