নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, রাজাকার মির্জা রুহুল আমিনের পুত্র মির্জা ফখরুল ইসলাম আমলগীর রাজনীতি ছেড়ে দিচ্ছেন। আজ সন্ধ্যার আগে আগে তিনি রাজনীতি ছেড়ে দিবেন বলে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে।
খবর নিয়ে জানা গেছে রাজনীতি ছেড়ে তিনি মুখোশের ব্যবসা করবেন। এ জন্য আজিজ সুপার মার্কেটে একটি দোকান ভাড়া নিয়েছেন।
পরশু হঠাৎ করে আওয়ামীলীগের একটি মুখোশ খুলে যাওয়ার পর বিষয়টি নজরে আসে মির্জা ফখরুলের। কিছুক্ষণ পর আওয়ামীলীগের আরেকটি মুখোশ খুলে যায়। বিকেলের মধ্যে আরো কয়েকশ মুখোশ টপাটপ খুলে পড়ে। সন্ধ্যায় নাশতা সেরে এসে দেখেন সেখানে প্রায় হাজার খানেক মুখোশ জমা হয়ে গেছে।
আওয়ামীলীগ নেতা মোহাম্মদ নাসিম বসে বসে এসব মুখোশ খুলেছেন বলে প্রত্যক্ষদর্শী জানায়। রাত দশটার দিকে হোটেল থেকে রাতের খাবার নিয়ে আসেন মির্জা ফখরুল। তখনো মোহাম্মদ নাসিম মুখোশ খুলে যাচ্ছেন। মির্জা ফখরুল মোহাম্মদ নাসিমকে বলেন, “নাসিম ভাই, আপনি মুখোশ খুলে যান, আমি আছি।”
মধ্যরাতে মুখোশ খোলা শেষে মোহাম্মদ নাসিম চলে গেলে সবগুলো মুখোশ বস্তা ভরে ভ্যানে করে বাড়িতে নিয়ে যান মির্জা ফখরুল। স্ত্রী কন্যাসহ সবাই মিলে গুনে দেখেন হাজার হাজার মুখোশ। তখনই তার স্ত্রী রাজনীতি ছেড়ে মুখোশের দোকান দেয়ার পরামর্শ দিলে মির্জা ফখরুল এক বাক্যে রাজি হয়ে যান।
এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, “আওয়ামীলীগের মুখোশ খুলে গেছে। মোহাম্মদ নাসিম তার দলের মুখোশ খুলে দিয়েছেন। হাজার হাজার মুখোশ। সুন্দর সুন্দর মুখোশ। সবগুলো মুখোশ এখন আমার কাছে। রাজনীতি ছেড়ে মুখোশের দোকান দিবো। আপনি আইসেন। একটা মুখোশ কিইনেন। দাম কমায়া রাখবো।”
সূত্র: দৈনিক মগবাজার:: https://www.facebook.com/mogbazar
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৩১