ভালবাসতে বাসতে ফতুর করে দেব - এই লাইনটার অর্থ একেকজনের কাছে নিশ্চয়ই একেক রকম। আসলে সব কিছুই দৃষ্টিভঙ্গির ব্যাপার, একেক জনের দৃষ্টিভঙ্গি একেক রকম তাই নিজস্ব ব্যাখাও আলাদা। কিন্তু কিছু কিছু বিষয়ের ব্যাখ্যা আসলেই জটিল। একজন স্বামী কিভাবে নিজের স্ত্রীকে ভালবাসেন নিচের ঘটনাটি তার এক জটিল উদাহরণ। জটিল বলছি একারণে যে, আমি এর কোন ভালো ব্যাখ্যা দাঁড় করাতে পারিনি!!
ঘটনা
তানভীর সাহেব খুবই চমৎকার মানুষ, তিনি আচার আচরণে সবার কাছেই ভদ্র লোক হিসাবেই বিবেচিত। উনি উনার স্ত্রীকে প্রচন্ড রকম ভালবাসেন। একটা উদাহরণ দেই- ঈদের দিন সকাল বেলা ঘুম থেকে উঠে তানভীর সাহেব গেলেন ঈদের নামাজ পড়তে। যাবার আগে নিজের জন্য আর বউয়ের জন্য নাস্তা তৈরি করলেন, এরপর নাস্তা করে চলে গেলেন নামাজ পড়তে। স্ত্রী তখনো ঘুমে, ঘুমের যাতে ব্যাঘাত না ঘটে তাই সব কাজ সারলেন খুব সাবধানে। নামাজ শেষে গেলেন এক বাসায়, গেলেন বললে ভুল হবে, ঈদ গা থেকে অনেকটা জোর করেই সে লোক নিজের বাসায় নিয়ে গেলেন। তো বাসায় ফিরতে ফিরতে তখন সকাল ১১,৩০। এসে দেখেন বউ তখনও ঘুমাচ্ছে। আগে যে নাস্তা বানিয়ে রেখেছিলেন তা ঠান্ডা হয়ে গেছে, তাই আবার নতুন করে নাস্তা তৈরি করে বউকে ডাকতে গেলেন। কি, তুমি এখনও ঘুমাচ্ছ, উঠ তোমার জন্য রাস্তা রেডি করে এনেছি। স্ত্রী চমৎকার করে বললেন, তুমি খুব ভালো, আই লাভ ইউ সোনা। এরপর আবার পাশ ফিরে আবার ঘুমিয়ে গেলেন। তানভীর সাহেবের মনটা খুশিতে ভরে গেল। তিনি রান্না ঘরে গেলেন, ঈদের দিন কিছু রান্না তো করতে হবে, আবার বেলা ২ টা থেকে তার কাজ, ১,৫০ টার মাঝেই ঘর থেকে বেরোতে হবে। প্রবাস লাইফে এটাই একটা ঝামেলা, চাইলেও অনেক সময় উৎসবের দিন গুলোতেও ছুটি পাওয়া যায় না! কি আর করা, পোলাও রান্না বসালেন আর রাতে গরুর মাংস রান্না করে রেখেছিলেন, পায়েসও রান্না করে রেখেছিলেন কিন্তু সকালে তা আর খাওয়া হয়নি। উনার স্ত্রী ঘুমুচ্ছেন, স্ত্রীকে ছাড়া একা খাবেন, তাই আর খাওয়া হয়নি! এরই মধ্যে উনার স্ত্রীর ঘুম ভাঙল, ফ্রেস হয়ে এসে টেবিলে বসে তানভীর সাহেবকে খুব যত্ন করে পোলাও মাংস খাওয়ালেন আর নিজেও খেলেন। খাওয়ার পর তানভীর সাহেব আদুরে গলায় বললেন, ইউ আর সো সুইট বেবি!! দু’জনে একসাথে দুপুরের খাবার খাওয়ার তৃপ্তি নিয়ে তানভীর সাহেব চলে গেলেন কাজে।
--------এই হলো তানভীর সাহেব উনার স্ত্রীকে কতটা ভালোবাসেন তার একটা উদাহরণ(এ রকম অনেক উদাহরণ প্রায় দিনই তানভীর সাহেবের বউয়ের মুখ থেকে শুনা যায়!)। এখন উনার এই ভালোবাসাকে হয়তো অনেকে অনেক ভাবে ব্যাখ্যা করবেন! বউকে যে তিনি প্রচন্ড রকমের ভালবাসেন তার নিদর্শন স্বরূপ এগুলো তানভীর সাহেবের নিত্যদিনের উদাহণর-এটা জানার পর এর পিছনের যুক্তিসংগত কোন ব্যাখ্যা খুঁজে পাচ্ছিলাম না! এই ঘটনা শুনে একজন বললো, উনারা (উনি) তো অসুস্থ জীবন যাপন করছেন! তবে এ থেকে অন্যের বউয়েরা যা শিখবে তা হলো - বউকে কিভাবে ভালোবাসতে হয় তা তানভীর ভাইয়ের কাছ থেকে শিখ, বুঝলে!!
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১২ রাত ১০:০৩