যারা মডারেটর এবং ব্লগের প্রতিষ্ঠাতার প্রতি অনবরত হুমকি ধামকি দিয়ে চলেছেন তাদের উদ্দ্যেশ্যে বলছি,
সুপ্রিয় পাঠকবৃন্দ,আমি এখানে আলোচনা করতে চাই কিভাবে একটি সোশ্যাল ব্লগিং সাইটের কর্তৃপক্ষের বা মডারেটরদের প্রতি আস্থা রাখা উচিত।
নেট বা ভার্চুয়াল জগত এমন একটি জায়গা যেখানে সমাজের অগ্রবর্তী শ্রেনী যোগ দেন।
তারা যদি শৃংখলা সংক্রান্ত কোন সিদ্ধান্তকে এতো কঠিন ভাবে ,চোখ রাঙিয়ে ,হুমকি দিয়ে চ্যালেঞ্জ করেন সেটা ভালো কোন দৃষ্টান্ত হয়ে থাকে না।
আমি আশাকরি সকল সামাজিক ফোরাম বা ব্লগ সাইটের মডারেটরবৃন্দ ও কর্তৃপক্ষ কারো ভূয়া
হুমকি ধামকিতে বিব্রত না হয়ে তাদের মেরুদন্ড আজকের মতোই চিরসোজা করে রাখবেন।
আগাছা কোন বৃক্ষ নয়,সুন্দর ফসল তুলতে হলে আগাছা উপড়ে ফেলাই মানুষের চিরন্তন ধর্ম।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৯:৩৬