কেমন আছেন সবাই? অনেকদিন পর সামুতে পোস্ট করতেছি। গ্রাফিক্স ডিজাইন নিয়ে ব্যস্ত থাকায় এখন আর তেমন ব্লগিং করা হয় না। এছাড়া বাংলা ভিডিও টিউটোরিয়াল করার জন্যেও অনেক সময় নিয়ে কাজ করতে হচ্ছে।
অনেক আগে থেকেই বাংলায় একটি পরিপূর্ণ ভিডিও টিউটোরিয়াল সাইট করার চেষ্টা করেছি। সেই ধারাবাহিকতায় এখন পর্যন্ত অনেকগুলো ভিডিও টিউটোরিয়ালও প্রকাশ করা হয়েছে। শুধু আমি একা নই, এখন আমরা টিম আকারে বাংলা টিউটোরিয়াল তৈরি করছি। আমাদের লক্ষ্য বাংলায় সব ধরণের টিউটোরিয়াল যেন পাওয়া যায় প্রযুক্তি টিম সাইটে।
বাংলায় প্রথম ভিডিও সাইট প্রযুক্তি টিমঃ
আমার জানায় যদি ভুল না থাকে তাহলে বলবো বাংলায় প্রথম ভিডিও সাইট হলো প্রযুক্তি টিম। ডেডিকেটেড ভিডিও সাইট আর রয়েছে কিনা আমার জানা নেই। অল্প কিছুদিনের মধ্যেই আমরা অনেক ভাল সাড়া পেয়েছি এই প্রযুক্তি টিম ভিডিও সাইটে। আমাদের ভবিষ্যত লক্ষ্য প্রযুক্তি টিম সাইটকে অনেক বড় অবস্থায় নিয়ে যাওয়া এবং বাংলায় যেন সব কিছু শিখা যায় সেই ব্যবস্থা করা।
যা যা রয়েছে প্রযুক্তি টিম সাইটেঃ
ফটোশপ টিউটোরিয়াল
ইলাস্ট্রেটর টিউটোরিয়াল
বিজনেস কার্ড ডিজাইন
লোগো ডিজাইন
ওয়েব ডিজাইন (HTML)
C# প্রোগ্রামিং টিউটোরিয়াল
সি.এস.এস (CSS)
PSD To HTML টিউটোরিয়াল
সফটওয়্যার
প্রডাক্ট রিভিউ
টিপস ও ট্রিকস
ব্লগ
ফটোশপ টিউটোরিয়াল
ফটোশপ টিউটোরিয়াল নিয়ে নতুন করে তেমন কিছু বলার নেই। প্রযুক্তিটিম সাইট থেকে এই টিউটোরিয়ালগুলো ফ্রি ডাউনলোডও করা যাবে। ধারাবাহিক এই ফটোশপ টিউটোরিয়াল যা থাকছে তার সংক্ষেপ বর্ণনা।
ফটোশপ সফটওয়্যার শুধু গ্রাফিক্স ডিজাইনাররা ব্যবহার করে এমন নয়। ছবি এডিট করার জন্য বা গ্রাফিক্স ডিজাইনের জন্য ফটোশপ সফটওয়্যার এর বিকল্প নেই। এই ধারাবাহিক টিউটোরিয়ালে ফটোশপ CS6 নিয়ে শুরু থেকে আলোচনা করা হয়েছে। অর্থাৎ যারা আগে কখনো ফটোশপ সফটওয়্যার ব্যবহার করেনি তারাও এই টিউটোরিয়াল অনুসরণ করে ফটোশপ সফটওয়্যার সম্পর্কে পুরোপুরি ধারণা পাবে। এছাড়াও রয়েছে এডভান্স টিউটোরিয়াল যা দেখে ফ্রিল্যান্সিং করে অনলাইনেও আয় করা সম্ভব। ব্যেসিক থেকে ধীরে ধীরে এডভান্স লেভেলে যাওয়া হয়েছে। ফটোশপ টিউটোরিয়াল ডিভিডিতে সকল HD ভিডিও ছাড়াও সফটওয়্যার, ফন্ট, সোর্সফাইল সহ আরও অনেক কিছুই দেয়া আছে। তাহলে আজই শুরু হয়ে যাক ফটোশপ সফটওয়্যারের মাস্টার হওয়া!
ইলাস্ট্রেটর টিউটোরিয়ালঃ
ইলাস্ট্রেটর টিউটোরিয়াল নিয়েও টেকটিউনসে চেইন টিউন রয়েছে। প্রযুক্তি টিম সাইটে ইলাস্ট্রেটর নিয়ে অনেকগুলো ফ্রি টিউটোরিয়াল রয়েছে। ইলাস্ট্রেটর নিয়ে সংক্ষেপ বর্ণনা।
প্রিন্ট মিডিয়াতে যে প্রফেশনাল সফটওয়্যারটি সব চেয়ে বেশি জনপ্রিয় তা হচ্ছে এডবি ইলাস্ট্রেটর। ফটোশপ এর পাশাপাশি ইলাস্ট্রেটর সম্পর্কে না জানা থাকলে গ্রাফিক্স ডিজাইনের জ্ঞান পরিপূর্ণ হবে না। ইলাস্ট্রেটর সফটওয়্যার ভেক্টর নিয়ে কাজ করে অর্থাৎ ইলাস্ট্রেটরের সকল ডিজাইন যত খুশি বড় করতে পারবেন, কোন সমস্যা হবে না। কোয়ালিটি থাকবে অটুট যা ফটোশপে পাওয়া সম্ভব না। এছাড়াও প্রিন্টের জন্য যত ডিজাইন করা হয় তা সবই ইলাস্ট্রেটর দিয়ে করা হয়। লোগো ডিজাইন, বুক কভার ডিজাইন , ব্রোশিয়ে অর্থাৎ সকল ধরণের কাজে ইলাস্ট্রেটর ব্যবহৃত হয়। চমৎকার সব ভেক্টর আর্ট করতে ইলাস্ট্রেটর সফটওয়্যারের জুড়ি নেই। এই টিউটোরিয়াল প্যাকেজে ইলাস্ট্রেটর সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যারা আগে কখনো ইলাস্ট্রেটর সফটওয়্যার ব্যবহার করেনি তারাও এই ৫০ পর্বের টিউটোরিয়াল দেখে তা শিখতে পারবে।
লোগো ও বিজনেস কার্ড ডিজাইন টিউটোরিয়ালঃ
যারা ইলাস্ট্রেটর সফটওয়্যার দিয়ে মোটামুটি কাজ করতে পারে তাদের জন্য এই টিউটোরিয়াল। এই টিউটোরিয়ালগুলো দেখলে লোগো এবং বিজনেস কার্ড ডিজাইন করা যাবে খুব সহজেই। এই টিউটোরিয়াল নিয়ে সংক্ষেপ বর্ণনা।
লোগো যে কোন প্রতিষ্ঠানের জন্যই প্রথম চাহিদা। লোগো ডিজাইন নিয়ে অনলাইনে প্রচুর কাজ পাওয়া যায়। লোগো ডিজাইন করা যত সহজ মনে হয় আসলে এতটা সহজ নয়। তাই লোগো ডিজাইনের জন্যে টিউটোরিয়াল করা হয়েছে যা অনুসরণ করে সবাই লোগো ডিজাইন করতে পারবে। এছাড়াও লোগো ডিজাইন করে কিভাবে অনলাইনে আয় করা যায় সেটা নিয়েও আলোচনা করা হয়েছে টিউটোরিয়ালে। লোগো ডিজাইন ও বিজনেস কার্ড ডিজাইন টিউটোরিয়াল ডিভিডিতে ৫০ পর্বের টিউটোরিয়াল প্যাকেজ দেখে সবাই বিজনেস কার্ড ডিজাইন এবং লোগো ডিজাইন করতে পারবে। তবে এই টিউটোরিয়াল অনুসরণ করার জন্য ইলাস্ট্রেটর সফটওয়্যার সম্পর্কে ধারণা থাকতে হবে। তাই আগে ইলাস্ট্রেটর টিউটোরিয়াল প্যাকেজটি দেখার পরামর্শ রইল।
অনলাইনে আয় করার জন্য যে ডিজাইনগুলো খুব সহজেই করা যায় তার মধ্যে একটি হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন। বিজনেস কার্ড ডিজাইনের চাহিদাও অনেক সেটা হোক অনলাইন মার্কেট প্লেস বা লোকাল মার্কেট। বিজনেস কার্ড ডিজাইনের নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে যা নিয়ে বিস্তারিত টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে। অনলাইনে বিজনেস কার্ড ডিজাইন করে কিভাবে আয় করতে হবে সেটা নিয়েও টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে।
ওয়েব ডিজাইন টিউটোরিয়ালঃ
ওয়েব ডিজাইন নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল রয়েছে। HTML, CSS এবং PSD To HTML টিউটোরিয়াল রয়েছে প্রযুক্তি টিম সাইটে। সংক্ষেপ বর্ণনা।
ওয়েবসাইট ডিজাইন বর্তমান যুগের একটি ট্রেন্ডি প্রফেশন। বর্তমান শুধুমাত্র ফ্রীলান্স সাইটগুলোর দিতে নজর দিলে দেখা যায় অনেক প্রোজেক্টের দেখা মিলে যা ওয়েবসাইট ডিজাইনের উপরেই পোস্ট হয়ে থাকে। শুধু ভাল, এক্সপার্ট এবং প্রোফেসনাল মানের কাজ জানা থাকলেই আপনি কাজ শুরু করতে পারবেন। বাংলা ভাষায় প্রোফেসনাল ওয়েবসাইট ডিজাইনিং এর এই ভিডিও কোর্সটি থেকে আপনি একজন ফ্রেসার লেভেল পারসন থেকে এক্সপার্ট, স্টাইলিশ এবং প্রোফেসনাল ওয়েবসাইট ডিজাইনার হতে পারবেন।
এই কোর্সে শেখানো হবে পিএসডি ওয়েবসাইট লেআউট এবং রেস্পন্সিভ লেআউট কি, কেনও এবং কিভাবে করা হয়। একটি সম্পূর্ণ পিএসডি টু এইচটিএমএল টেম্পলেট কনভার্সন, একটি ইমেজ টু এইচটিএমএল টেম্পলেট কনভার্সন এবং রেস্পসিভ সিএসএস দিয়ে বিভিন্নও ডিভাইসের স্ক্রিনের উপযোগী করে ওয়েবসাইট তৈরির কৌশল।
C# প্রোগ্রামিং টিউটোরিয়ালঃ
C# প্রোগ্রামিং টিউটোরিয়াল সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি। সমসাময়িক ফ্রীলান্স আউটসোর্সিংয়ের জগতে ডেক্সটপ অ্যাপ্লিকেশান ডেভেলপারদের জুড়ি মেলে এবং ওয়েব এর মত এটিও বর্তমান যুগের একটি ট্রেন্ডি প্রফেশন। একইভাবে ফ্রীলান্স সাইটগুলোর দিতে নজর দিলে দেখা যায় অনেক প্রোজেক্টের দেখা মিলে যা সি শার্প ( C# )ডেক্সটপ অ্যাপ্লিকেশান ডেভেলপমেন্টের উপরেই পোস্ট হয়ে থাকে। সি শার্প মাইক্রোসফট ডট নেট ফ্রেমওয়ার্কে চলে তাই মাইক্রোসফট বেজড প্রতিটি প্লার্টফর্ম যেমন এএসপি ডট নেট, এক্সবক্স, উইন্ডোজ ফোন ইতাদি অ্যাপ্লিকেশান তৈরি করা যায় শুধুমাত্র একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখেই। শুধু ভাল, এক্সপার্ট এবং প্রোফেসনাল মানের কাজ জানা থাকলেই আপনিও সি শার্প দিয়ে ফ্রীলান্সিং শুরু করতে পারবেন। বাংলা ভাষায় প্রোফেসনাল ওয়েবসাইট ডিজাইনিং এর এই ভিডিও কোর্সটি থেকে আপনি একজন ফ্রেসার লেভেল পারসন থেকে এক্সপার্ট, স্টাইলিশ এবং প্রোফেসনাল প্রোগ্রামার হতে সহায়তা করবে।
সফটওয়্যার ক্যাটাগরিঃ
সফটওয়্যার বিভাগে আমরা বিভিন্ন সফটওয়্যার নিয়ে ভিডিও টিউটোরিয়াল শেয়ার করছি। প্রয়োজনীয় সফটওয়্যারগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে এই বিভাগে অনেকগুলো টিউটোরিয়াল পাবেন।
টিপস ও ট্রিকস বিভাগঃ
এটাও অনেকটা সফটওয়্যার ক্যাটাগরির মতই। এখানে আপনারা পাবেন বিভিন্ন টিপস ও ট্রিকস ভিডিও টিউটোরিয়াল। আশা করি উপকৃত হবেন।
প্রডাক্ট রিভিউঃ
এখানে আমরা বিভিন্ন গ্যাজেট, প্রডাক্ট নিয়ে ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করবো।
ব্লগ টিউটোরিয়ালঃ
ব্লগ পোস্টে আমরা বিভিন্ন গ্রাফিক্স রিসোর্স, টিপস, টিউটোরিয়াল শেয়ার করছি। ব্লগ পোস্টও এই সাইটে থাকছে।
আপনিও শেয়ার করতে পারেন আমাদের সাথে ভিডিও টিউটোরিয়াল। আপনি যদি প্রযুক্তি টিম সাইটে ভিডিও টিউটোরিয়াল দিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। hasan. [email protected]
জয়েন করুন
প্রযুক্তি টিম অফিসিয়াল ফ্যান পেজ।
প্রযুক্তি টিম অফিসিয়াল ফেসবুক গ্রুপ।
প্রযুক্তি টিম সাইট কেমন লেগেছে, আরো কি কি যুক্ত করা যেতে পারে, কি কি সমস্যা রয়েছে, সবকিছুই আমাদের সাথে শেয়ার করতে পারেন।
ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:১৮