সবাই কেমন আছেন? অনেক দিন ফটো নিয়ে পোস্ট করি না আর তাই এবার নিয়ে এলাম বেশ মজার এবং কাজের ফটো সফটওয়্যার।
অনেকেই ছবি আঁকতে অনেক পছন্দ করেন। বিশেষ করে মেয়েরা বেশি পছন্দ করে যেন জন্ম থেকে পাওয়া প্রতিভা। তবে ছেলেরাও কিন্তু কম না। বিখ্যাত সব আর্টিস্ট কিন্তু ছেলেরাই। যাই হোক আমি এখানে সবার কাজে আসবে এমন একটা সফটওয়্যার শেয়ার করছি। যারা ভাল ছবি আঁকতে জানেন আমি নিশ্চিত করে বলতে পারি এই সফটওয়্যার তাদের কাজে আসবে। তবে আমার মত যারা ছবি আঁকতে পারেনও না আবার বুঝেনও না তারাও চেষ্টা করে দেখতে পারেন। খুব সহজ সফটওয়্যার। আন্দাজে আঁকিবুকি করলেই হয়ে যাবে।
আমি এতক্ষন যে সফটওয়্যার এর কথা বললাম তার নাম হলো SmoothDraw। আর মজার বিষয় হলো এটার সাইজ মাত্র ২ মেগাবাইট এবং পুরাই ফ্রী । চলুন এটা দিয়ে আঁকা কিছু চমৎকার ছবি দেখি। বিশ্বাস করেন আর নাই করেন এই ছবিগুলো এই সফটওয়্যার দিয়েই আঁকা হয়েছে।
SmoothDraw এর কিছু ফিচারঃ
নতুন নতুন ব্রাশ এবং রিটাচ টুল।
টেক্সট টুল এবং সিলেকশন টুল।
ফটোশপের ফরম্যাট সহ বেশ কিছু ফরম্যাট সাপোর্ট করে যেমন PSD, PCD, PCX, DDS।
ফটোশপের শর্টকাটের মত এখানে রয়েছে একই শর্টকাট।
3D MAX এর মতো মাউসের মিডল বাটন ক্যানভাস ড্রাগ করার সময় কাজে লাগে।
লেয়ার ইম্পোর্ট এবং এক্সপোর্ট সাপোর্ট।
আরো কত কি!!
আরো বিস্তারিত জানতে দেখুন এখানে।
এই সফটওয়্যার ব্যবহার করা বেশ সহজ তাই বিস্তারিত বলার তেমন কিছু নেই। শুধু লাগবে আপনার আঁকার প্রতিভা। তবে নিচের ছবির মত আঁকতে চাইলে লিংক থেকে শিখে নিতে পারবেন।
কি চান নাকি এমন আঁকতে? তাহলে চলে যান এই লিঙ্কে আর শিখে ফেলুন কিভাবে আঁকা হয়েছে এই ছবিটি।
ডাউনলোডঃ
SmoothDraw 3.2.11। সাইজ মাত্র ২ মেগাবাইট।
তবে আপনার .NET ইন্সটল করা থাকতে হবে।(উইন্ডোজ 7 হলে লাগবে না) যদি না থাকে তাহলে আগে এখান থেকে ডাউনলোড করে নিন।
আর হ্যা এ সব কিছুই ফ্রী
আশা করি আপনাদের ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।
পূর্বে টেকটিউনস এ প্রকাশিত।
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১২ দুপুর ১:০৭