অনেক অনেক হলো চাওয়া,
পাওয়াও কি হয় নি কিছুই?
আর কত!
সমস্ত কৃতার্থ-ব্যর্থ কামনার যুঁই
ছড়িয়ে দিয়েছি প্রিয় পরানের শবে –
মুষল বর্ষণ নামো, এসো খ্যাপা হাওয়া
অবশেষে ভাসাও এ অবশেষ তবে
তার ক্ষত
দাহস্মর, যাপিত কালের ক্লিশে দাগ
মুছে যাক অন্তিম উৎসবে।
অনেক অনেক রাত জেগে আছি নিভৃত একাকী
অর্থহীন, উদাসীন, বৃথা –
সময়ের বৃক্ষ ছেড়ে জীবনের পাখি
অন্ধকারে ঢেউ তুলে শূন্যে কবে উড়ে চলে গেছে
দেখেছি তা।
ভুল? না তো, কেউ কি কোথাও আছ বেঁচে?
কেউ কি আমাকে খোঁজো ঘুমঘোরে
হ্রস্ব-দীর্ঘ নিঃশ্বাসের শব্দের ভেতরে?
নাই, কেউ নাই।
ঘুমের সময় হলো, যাই।