নতুন আইন ফুটপাতে মটর সাইকেল যেন না ওঠে




ঢাকা শহরের সড়কে নাগরিকদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে কয়েকটি নির্দেশনা দিয়েছে হাই কোর্ট।
তাইলে হাই কোর্ট কেনো নির্দেশনা দিলোনা ???



১) পাবলিক যেনো ওভার ব্রিজ / জেব্রা ক্রসিং থাকতে রাস্তার মধ্যে দিয়া ছাগোলের মতো রাস্তা পার না হ্য়

২) সিগনাল ছারলেই গাড়ি গুলারে হাত দেখাইয়া জ্যাম লাগাইয়া রাস্তা পার না হ্য়




৩) ফুটপাথ ছাইরা (ফুট পাতে দোকান এর জন্য) ফুল বাবুর মতো রাছতা দিয়া না হাটে।
৪) খোলা রাছতায় পাবলিক যেনো না দেখা যায়।


তাইলে রাছতায় ও জ্যাম লাগবো না আর মটর সাইকেল ও ফুটপাথে উঠবো না।
সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:০১