টাকা থাকলেই সখ জাগে সেটা ঠিক, কিন্তু অনেকের টাকা থাকলেও সেরকম সখ থাকেনা। অবশ্য অনেকের সখ আছে তবে টাকা নেই। নীচে বর্তমান দুনিয়ার সবচাইতে দামী কয়েকটি বাড়ি ও তাদের মালিকের কথা বলা হল। অবশ্য আমার নামটা দিতে পারলুমনা,দুঃখীত।
উপরে যে বাড়ীর ছবি দেখছেন সেটা পৃথিবীর প্রখ্যাত মিডিয়া ব্যাক্তিত্ব ওপ্রাহ উইনফ্রের। বাড়ীটা ক্যালিফোর্ণীয়ার মনটেচিটোতে ৪২ একর জমির উপর বানানো। কেনা হয়েছিল ৮৮ মিলিয়ন ডলারে! এখন দাম বেড়ে গেছে নির্ঘাৎ। তবে তাতে আমার কি?
ওপ্রাহ উইনফ্রে
এই বাড়ীটা সাংঘাতিক সব ইলেকট্রনিক গেজেটে ভরা। আর হবেনা কেন। বাড়িটার মালিক হল গিয়ে দুনিয়ার সবচাইতে ধনী মানুষ বিল গেটস সায়েবের! বাড়ীটা ৭ বছর ধরে বানানো হয়। বাকি সব বাদ দেন এটাতে ২৫০০ বর্গফুট জিম আর ৬০ ফুট লম্বা সুইমিং পুল আছে! খরচ পড়েছে ১২০.৫ মিলিয়ন ডলার।
বিল গেটস
ক্যালিফোর্ণিয়াতে অবস্হিত ২০০ মিলিয়ন ডলারের বাড়িটার মালিক ওরাকলের প্রতিষ্ঠাতা মালিক ল্যারি এলিসন সাহেবের। এটাতে নিজস্ব লেক, টি হাউস বাথ হাউস আরো হাবিজাবী অনেক কিছু আছে।
২২২ মিলিয়ন ডলারের এই প্রাসাদটার মালিক তামারা; যার বাবা হলেন ফরমুলা ওয়ান রেসের বিলিয়নেয়ার স্পোর্টম্যান বার্ণী একলেসসটোন। এটাতে বোলিং রুম, নাইট ক্লাব আমাজোনিয়ান ক্রিস্টালের বাথটাব আছে।
এটার নাম ভিলা লিউপোল্ডা, এটা ফ্রান্সে অবস্হিত। দাম ৭৫০ মিলিয়ন ডলার! এটার নামকরণ করা হয়েছে বেলজিয়ামের রাজা লিউপোল্ড সাহেবের নামে আরে এটাকে ধরা হয় পৃথিবীতে ফ্রান্সের সবচাইতে দামী ভিলা। এটা ২০ একর জমির উপর অবস্হিত যেখান থেকে ভুমধ্যসাগর দেখা যায়! ভুমধ্যসাগর দেখে কি হবে? অশ্বডিম্ব! টাকাটা ব্যাংকে রাখলে কামে দিত!
উপরের বাড়ীটার নাম এন্টীলা, মুম্বাইতে অবস্হিত কুৎসিত এই বাড়িটা বানাতে খরচ হয়েছে ১ বিলিয়ন ডলার বা প্রায় ৮০০০ কোটি টাকা! ৬ লেভেল আন্ডারগ্রাউন্ড পার্কিং সহ এটাতে হেলিপ্যাড আছে কয়েকটা। এই বাড়ীটাকে মেইনটেইন করতে ৬০০ জন বিভিন্ন পেশার কর্মচারী সব সময় মজুদ থাকেন। মনে হয় বুঝতে পেরেছেন পৃথিবীর ২য় সবচাইতে দামী এই বাড়ীটার মালিক কে। হ্যাঁ এটার মালিক ভারতের সেরা তথা দুনিয়ার অন্যতম একজন ধনী ব্যাবসায়ী মুকেশ আম্বানী। মুকেশ আম্বানী
উপরের এটা কোন সাধারণ বাড়ী নয়, এটা বৃটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথের নিজস্ব বাড়ী, উত্তরাধীকার সুত্রে পাওয়া পৃথিবীখ্যাত বাকিংহাম প্যালেস। প্রাসাদটা ১৭০৩ সালে বানানো হয়। এতে ৭৭৫ টি কামরা আছে। ৫২ টা বেডরুম,৭৮ টা বাথরুম, ১৯ টা স্টেটরুম, ২৮০ টা অফিস ও কর্মচারীদের রুম সব মিলিয়ে এক এলাহী ব্যাপার স্যাপার।
রাজা রাজরাদের কারবার, শাহী কারবার! ও হ্যাঁ এটার দাম, নাহ এটার কোন দাম হয় না, দাম বলে এই মহান প্রাসাদের মাহাত্ম্যকে খাটো করতে চাইনা।
সুত্র: Click This Link
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৬ রাত ৮:৪৫