উপরের ছবিটা একটা মহিলা অন্তর্বাসের। এটা বানানো হয় ১৮ ক্যারেট সােনা দিয়ে, মোট সোনা আছে ৭৫০ গ্রাম আর আর এটাতে লাগানো আছে পাঁচশো ক্যারেট হাতে কাটা হীরা। দাম দশ লাখ ডলার!
এটা অর্থের অপচয়ের একটা প্রতীক।
এই যেমন ধরেন উপরে যে গ্যারেজের ছবিটা দেখছেন এটা লন্ডনের রয়াল আলবার্ট হলের কাছেই একটা প্রাইভেট গ্যারেজ বা পার্কিং এরিয়া। বড় শহরে পার্কিং একটা সমস্যা বটে তবে এই পার্কিং এরিয়াটার দাম ৬,৬৯,৬৮০.০০ ডলার!
একটু তূলনামুলক ব্যাখ্যা করার দরকার।
বৃটেনের একটা সাধারণ বাড়ীর চাইতে এটা আড়াই গুন দাম, ইংল্যান্ডের লোকদের গড় বেতনের ১৫ গুন (গড় বেতন প্রায় ২৬৫০০ পাউন্ড), আর এই টাকায় আপনি এখান থেকে ৮৮০ গজ দুরে এনসিপি কার পার্কে আপনার রোলস রয়েসটা ৩১ বছর রাখতে পারবেন!
আমাদের পিৎজা হাটের একটা ভাল পিৎজার দাম কত? দেড় দু হাজার টাকা, ব্যাস!
উপরের পিৎজাটা বানিয়েছে নিউইয়র্কের রেস্তোরা নিনো এন্ড রাসকো, নাম বেলিসীমা পিৎজা আর এটার দাম প্রায় আশি হাজার টাকা! এটার উপরে চার রকমের ক্যাভিয়ার আর লবস্টারের লেজ আছে, দু তিন দিন আগে অর্ডার করতে হয়! তা অর্ডারটা দিন।
উপরের ছবিটা একটা টি ব্যাগের। মানে চা খাওয়ার জন্যই তৈরী তবে এটার দাম ১৪০০০ ডলার। লন্ডনের বডলস জুয়েলার্স এটা বানিয়েছিল পিজি টিপস এর পচাত্তরতম জন্মদিনে। এটাতে ২৮০ টি হীরা আছে।
২০০৭ সালের ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেটের জন্য ভারতীয় ক্রিকেট দলের বেস্ট ব্যাটসম্যান বোলার ইত্যাদিদের দেয়ার জন্য ভারতের গীতান্জলী জেমস লিমিটেড কিছু ক্রিকেট বল বানায়। বলগুলোতে ৫৭২৮ খানা হীরা আছে আর বলটা পুরোটাই সোনা, দাম প্রায় সত্তর হাজার ডলার। আর আপনি ভাবছেন ভারতে দারিদ্র একটা সমস্যা!
রাশ্যান কোম্পানী একটা স্মার্ট ফোন বানিয়েছে, ছবি উপরে, পুরোটাই সোনা আর তাতে আশিখানা হীরার টুকরো বসানো।
দাম তিন লাখ ডলার।
ডেমিয়েন হার্স্ট আর লীভাই'স মিলে উপরের ছবির প্যান্ট বানিয়েছে, নাম স্পিন জিনস, মাত্র আটখানা বানিয়েছে! একেকটার দাম ২৭০০০ ডলার!
ঐ টাকায় আমার পরিবারের সারা জীবনের জন্য কাপড় চোপড় কেনা যাবে।
সুত্র:
Click This Link
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:০২