মানবাধিকার কি ?
মানবাধিকার প্রতিটি মানুষের এক ধরনের অধিকার যেটা তার জন্মগত এবং অবিচ্ছেদ্য।
অথচ আজ বাংলাদেশের মানুষের সত্য কথা গুলো সাহস ও অধিকারটুকো নেই ।
মানুষ এ অধিকার ভোগ করবে এবং চর্চা করবে,তবে সে চর্চা অন্যের ক্ষতিসাধন ও প্রশান্তি বিনষ্টের কারণ হতে পারবে না।
কিন্তু এ দেশের মানুষকি পারছে সে সত্য অধিকারটুকো ভোগ করতে ? বরং যেটুকো চর্চা সাধন করছে তাতে অদুরভবিষৎ মানুষের
ক্ষতি ছাড়া লাভ কিছু হবে না।
মানবাধিকার সব জায়গায় এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য !
আসলে কি আমাদের বাংলাদেশে সেই মানবাধিকার আছে ? এবং তা কি সমান ভাবে প্রযোজ্য হয় ?
এ অধিকার একই সাথে সহজাত এবং আইনগত অধিকার।
আমাদেশের আইন আদালত ও থানা পুলিশরা কি সমান ভাবে সে অধিকার পালন করছেন ?
স্থানীয়, জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক আইনের অন্যতম দায়িত্ব হল এসব অধিকার রক্ষণাবেক্ষণ করা।
তারা কি ঠিক মতো তাদের দায়িত্বগুলো রক্ষণাবেক্ষণ করছেন ?
যদিও অধিকার বলতে প্রকৃতপক্ষে কি বোঝানো হয় তা এখন পর্যন্ত একটি দর্শনগত বিতর্কের বিষয়।
বাংলাদেশে ক্ষমতা যার অধিকার তার কথাই বলে ।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৫