লম্বা সাইজের বেগুণ ৬০টাকা থেকে ৭০ টাকা আর কাঁচা মরিচ ১৪০ থেকে ৩০০ টাকা ।বর্তমান বাজারে দর অনুযায়ী কাঁচা মরিচের দাম
বেশি । অথচ কাঁচা মরিচ ঝাল লাগা একটা সবজি
গোল ফুটবলের মত বেগুণ ৪০টাকা থেকে ৫০টাকা এ ক্ষেত্রে লম্বা বেগুনের দাম অনেক বা প্রায় ২০ থেকে ৩০টাকা বেশি ।
বোম্বুল সাইজের মুলার দাম কেজি ৩০টাকা থেকে ৪০টাকা ।
এই সাইজের মূলা প্রায় ৫০টাকা
মুসরি ডাল একটু মোটা বা বড় সাইজের যেটা বড় অ্যামেরিকা থেকে আসা সেটা এক পুয়া ২৮টাকা,আর যেটা
একটু ছোট সাইজ আমাগো মেডিন বাংলা মুসরি ডাল সেটা ২৫০গ্রাম ৩৫টাকা বা কেজি ১৪০টাকা ।আর যেটা আরেকটু মাঝারি মসরি ডাল সেটা২৫০গ্রাম ৩০টাকা বা কেজি ১২০টাকা।
আহা! আমার স্বাদের মুসরি ডাল আর বেগুণ মূলার কি রূপ।
বাংলাদেশে বর্তমান পশু,পাখীর খাবার আর মানব বা মানুষের খাবার সমান দাম।ওই আর কি একই কথা পশু,পাখী খেলেও যা মানুষ খেলেও টা।কোন পার্থক্য নাই
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১:৩১