ছবি: ভালুকা ডাকঘরের সামনে স্থাপিত ডাকবাক্স, ময়মনসিংহ।
(১) একলা জীবন
প্রয়োজন ফুরিয়ে গেছে ডাকবাক্সের
এখন আর খোলা হয়না রোজ বারোটায়
দেহ জুরে তার বেঁধেছে বাসা মরিচিকা
হলদে রঙের খামে তোমার চিঠিখানা আর নেই
তালা ঝুলানোই এখন যেন বিলাসিতা!
ছবি: নাম না জানা দুটি ফুল। ভালুকা পাইলট স্কুলের সামনে, ময়মনসিংহ।
(২)ক্ষনিকের অতিথি
একই বৃন্তে ফুটে থাকা সাদা দুটি ফুল
মেলে ধরে রূপ-রস প্রকৃতির মাঝে
হারিয়ে যায় তারা ক্ষণকাল শেষে
রেখে যায় কিছু স্মৃতি চলে যাওয়া প্রিয়দের মতো
কখনোই আর ফিরবেনা যারা বেলাশেষে!
ছবি: জাতীয় ফল। পোস্ট অফিস রোড, ভালুকা, ময়মনসিংহ।
(৩) তেলবাজ
তেলের দাম বৃদ্ধিতে খুশি কাঁঠালেরা বৈঠকে
এজন্ডা খুব বেশি নয় আজ
আলোচনা চলে আড়াই ঘন্টা ব্যপী
অবশেষে হাটে বিকায় তেলবাজদের মনোরঞ্জনে।
ছবি: টোকাই নারী। ভালুকা বাস টার্মিনাল, ময়মনসিংহ।
(৪) নারীশক্তি
এখনই জানান দিবে সকালের রবি
ভোরের নরম রোদ কড়া হয় ধীরে
নারীরাও ঠিক সূর্যের মতো যেন
ভেতরে তার অসীম শক্তিরা বাস করে!
ছবি: কালেক্টেড।
(৫) অবিরাম ছুটে চলা
জন্মের ক্ষণে শুক্রাণুরা ছুটে ডিম্বানুতে
শিশুকালে ছুটে চলে শৈশব পানে,
কৈশরে ছুটে জিপিএর পিছে পিছে
চাকরির পিছে ছুটে চলে যৌবনে।
টাকার পিছে ছুটে চলে আমৃত্যু
মাটি ছাড়া কিছুতেই পূর্ণ হয়না মানুষের পেট!
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০২১ সকাল ১১:০৯