(১)
হাবিবুর রহমান নামটি আসলে
হাবিব স্যার নামেতে ডাকে মোর প্রিয়া,
ব্লগে লিখি তাই আমি সেই নাম দিয়া
প্রতিবেশি ব্লগ সব নিবেন সরলে।
জন্মিলাম মির্জাপুর জেলা টাঙ্গাইলে
গজারির শত বন মাছ নদী-বিলে,
টাঙ্গাইল শাড়ি সেথা চমচম মেলা
রসে মুখ ভরে যাবে আনারস খেলে।
ভাসানীতে পড়াশুনা খাদ্য প্রযুক্তিতে
মাস্টার্স সমাপ্ত করি এই আঠারোতে
অনার্স শেষেই ঢাকা আছি চাকুরিতে।
লক্ষ্য- উচ্চ শিক্ষা নিবো গিয়ে বিদেশেতে
জীবন কাটাতে চাই দরিদ্র সেবাতে
রাখবেন সদা মোরে প্রার্থনার হাতে।
(২)
দাদা-দাদী, নানা নাই নানী পৃথিবীতে
চাচা ফুফু সব মিলে আছে ছয়জন,
বাবা করে কৃষি কাজ মা গৃহিণী আজ
দুই ভাই বোন নাই ছোট বিদেশেতে।
দুইহাজার চৌদ্দোতে পাঁচ ডিসেম্বরে
আয়েশা নামের মেয়ে করলাম বিয়ে
মা-বাবা চাচা সহ কুড়ি জন গিয়ে,
অর্ধাঙ্গী অনার্স পড়ে সে সিএসইতে।
ম্যাট্রিক ইন্টারে পড়ি দাখিল-আলিম
গোল্ডেন পেয়েছি সেথা আট আর দশে
অনার্স মাস্টার্সে দেখি ফার্স্ট ক্লাস আছে।
আল্লাহ রাখেন যেন সদা সত্য পথে
দিন যেন পার করি ঈমানে শপথে
দোয়া চাই আমি যেন সত্যে থাকি বেঁচে।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১১