আমার যে ভুল তোমার পানে করা
তোমারি ভুল আমার হাতে গড়া
আমি সবসময় বিশ্বাস করি কাওকে বলে শেখানোর চেষ্টা করলে তার শেখার মাঝে আন্তরিকতা কম থাকে। যে জীবন থেকে শেখে,,,ঠকে শেখে তার শেখার মাঝেই রয়েছে পূর্ণতা। যদিও আমি প্রতিনিয়তই ভুল করে চলেছি আর শিখছি কম।
ছোট বেলা থেকেই আমি একটু রাগী। অপ্রিয় সত্য বলে ফেলি-- সে আমার কথায় কষ্ট পেল কিনা তা কখনো ভেবে দেখিনি,,,,ভেবে দেখার প্রয়োজন ও বোধ করিনি। আজ বড় হয়েছি কিন্তু নিজেকে কখনো শোধরানো হয়নি। হবে কি করে? আমিযে ভুল সে অনুভুতি তো আমার ছিলনা।
আজ এমন একটা একটা অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি যা আমাকে কষ্ট দিচ্ছে। তাই সবার সাথে শেয়ার করছি নিজেকে হালকা করার জন্য- আর আশা করছি আমি এতদিন যে ভুলের মধ্যে ছিলাম এমন ভুল যেন আর কেউ কখনো না করে।( যদিও জানি আমার মত না ঠেকলে কেউ শিখবেনা)
আজ এক আপু আমার বাড়ির কথা শুনে জানাল তিনি শুনেছেন এখানকার মেয়েরা...........................................
যাই হোক শুনে মনটা অনেক খারাপ হয়ে গেল।আর মনে পড়ে গেল_____________
একটা অঞ্চলের বিভিন্ন মানুষ দ্বারা নানাসময়ে অনেক ঝামেলায় পড়েছি।স্বভাবতই ঐ এলাকার প্রতি আমার বিরূপ ধারনা হয়। একসময় ঐ এলাকার মেয়েকে আমাদের রূমমেট হিসেবে দিতে চাইলে আমরা সবাই বলি আমরা ঐ এলাকার কাওকে নিবনা।
আমরা প্রায়শই বলে থাকি "ঐটা বিএনসিসি" এলাকা বা ব্লা ব্লা যাইহোক,---আজ একটা ঘটনা আমাকে উপলব্ধি করিয়ে দিল প্রত্যেকটা মানুষ স্বতন্ত্র। তার অবস্থানকে সংকীর্ণ করে দেখা উচিৎ নয়। অন্যকে ছোট করতে গিয়ে আমরা নিযেরাই ছোট হচ্ছি প্রতি ক্ষণে--------------
সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৮